Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলচ্চিত্রে লাক্স তারকা সোমা

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্র ‘ক্লাব ডি’তে কাজ করার মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক হলো লাক্স তারকা সোমার। মিজানুর রহমান লাবু পরিচালিত ‘ক্লাব ডি’ চলচ্চিত্রে সোমা অভিনয় করেছেন। এরই মধ্যে থাইল্যান্ডে ‘ক্লাব ডি’ চলচ্চিত্রের শুটিংও করে এসেছেন সোমা। সোমা বলেন, ‘অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। বিশাল পরিসরে এবারই প্রথম কাজ করেছি। পরিচালক লাবু ভাই’সহ পুরো ইউনিটের কাছে আমি কৃতজ্ঞ। আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র। কাজ করে আমি তৃপ্ত, মুগ্ধ। দর্শকের কাছে চলচ্চিত্রটি ভালো লাগবে এটা নিশ্চিত বলতে পারি।’ উল্লেখ্য, ২০১২ সালের লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারীদের একজন তিনি। লুৎফুন্নাহার মৌসুমীর নির্দেশনায় একটি নাটকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয়ে তার অভিষেক। তার অভিনীত প্রথম ধারাবাহিক আকরাম খানের ‘অ্যাডাল্টহুড’। বর্তমানে বৈশাখী টিভিতে প্রচার চলতি প্রতিদিনের ধারাবাহিক মাসুদ মহিউদ্দিন পরিচালিত ‘নগর জোনাকী’তে অনবদ্য অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন। একজন আধুনিক মেয়ের চরিত্রে নিজেকে দুর্দান্তভাবে উপস্থাপন করেছেন সোমা। মানিকগঞ্জের মেয়ে সোমা এ বছরই বিবিএ শেষ করতে যাচ্ছেন। এরপর পুরোপুরি অভিনয়েই সময় দেবেন। তার আগ্রহ একজন গুণী অভিনেত্রী হওয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্রে লাক্স তারকা সোমা

১৫ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ