একের মধ্যে অনেক
মোহাম্মদ আবদুল গফুরহুমায়ূন আহমেদ প্রধানত কথা-সাহিত্যিক হিসেবে পরিচিত হলেও এটাই তাঁর একমাত্র পরিচয় ছিল না। তিনি যেমন গল্প ও উপন্যাস লিখেছেন তেমনি লিখেছেন নাটক। নাট্য
রফিক মুহাম্মদ
বাংলাদেশের সোনার ছেলে দেশ জোড়া এক নাম
হিরে মোতি পান্না দিয়েও হয় না যে তার দাম।
তার সৃষ্টি অমূল্য ধন বিশ্বজগৎ সেরা
লক্ষ কোটি প্রাণের মাঝে করছে ঘোরা ফেরা।
ভাল ভাল গল্প লেখে লেখার জাদুকর
বাংলাভাষির বুকের ভিতর তারই পাকা ঘর।
গল্প গাথা অনেক লেখা মধুর সুরের গান
নদীর মতো হৃদয়জুড়ে জাগায় কলতান।
শ্রাবণ মেঘের দিনে না হয় জোছনা ভরা রাতে
তার লেখা যতই পড় মুগ্ধ হবে তাতে।
মিসির আলী কিংবা হিমু নয়তো বাকের ভাই
চিরদিনই হৃদয় মাঝে থাকবে ওদের ঠাই।
নেত্রকোনার সেই ছেলেটি তার যে অনেক গুণ
সবার প্রিয় লেখক সে তো প্রিয় হুমায়ূন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।