Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একের মধ্যে অনেক

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মোহাম্মদ আবদুল গফুর
হুমায়ূন আহমেদ প্রধানত কথা-সাহিত্যিক হিসেবে পরিচিত হলেও এটাই তাঁর একমাত্র পরিচয় ছিল না। তিনি যেমন গল্প ও উপন্যাস লিখেছেন তেমনি লিখেছেন নাটক। নাট্য নির্দেশনায়ও ছিলেন তিনি। তার অনেক নাটক ও চলচ্চিত্রে তিনি গানও লিখেছেন। তাই তাকে গীতিকারও বলা চলে। আবার তিনি চলচ্চিত্র নির্মাণও করেছেন। আমাদের চল”ি”ত্রের ইতিহাসে এমন একটা সময় এসেছিল, যখন মনে করা হতো ব্যবসা-সফল চলচ্চিত্র নির্মাণ করতে অশ্লীলতার প্রশ্রয় দেয়া ছাড়া গত্যন্তর নেই। সে সময় তিনি সুস্থ ধারার ব্যবসা-সফল চলচ্চিত্র নির্মাণ করে দেখিয়েছেন। ব্যবসা-সফল চলচ্চিত্র নির্মাণ করতে অশ্লীলতার প্রশ্রয় দিতে হবে, এ ধারণা সঠিক নয়। মোটের উপরে গল্প, উপন্যাস, নাটক, চলচ্চিত্র যেখানেই তিনি হাত দিয়েছেন, সোনা ফলিয়েছেন। একারণে তাকে বলা যায়, এক বহুমাত্রিক অনন্য প্রতিভা। একের মধ্যে অনেক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একের মধ্যে অনেক

১৩ নভেম্বর, ২০১৬
আরও পড়ুন