মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কোভিড-১৯ আক্রান্ত শিশুদের সঙ্গে তার মা-বাবাকে থাকার অনুমোদন দিয়েছে চীনের শহর সাংহাই। বাসিন্দাদের তরফ থেকে ব্যাপক চাপ আসায় কর্তৃপক্ষ কিছু বাবা-মা’র ক্ষেত্রে এই সুযোগ দিয়েছে। দেশটির নীতিমালা অনুযায়ী এতদিন কেউ কোভিড-১৯ আক্রান্ত হলে তাকে পুরোপুরি আইসোলেশনের থাকতে হয়েছে। কিন্তু শিশুদের তাদের অভিভাবকদের থেকে আলাদা করার বিষয়টি নিয়ে গত সপ্তাহে দেশটির অনলাইনে ব্যাপক অসন্তোষ দেখা যায়। এরপ্রেক্ষিতেই কিছু শিশুর দেখভালের জন্য অভিভাবকদের শর্তসাপেক্ষে থাকার অনুমোদন দিয়েছে শহর কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। খবরে জানানো হয়, টানা লকডাউনের অধীনে রয়েছে চীনের সবথেকে বড় শহরটি। সেখানে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। গত বুধবার সর্বশেষ দফা কোভিড পরীক্ষা হয় সেখানে, যাতে আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে বলে জানা যায়। গণহারে আক্রান্ত হচ্ছে শিশুরাও। ফলে তাদেরকেও নিয়ম অনুযায়ী আইসোলেশনে থাকতে হচ্ছে। তবে এ নিয়ে অসন্তোষ দেখা দিলে নিয়মে কিছুটা ছাড় ঘোষণা করেছে শহর কর্তৃপক্ষ। এক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা এ নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে তিনি জানান, যেসব শিশুর ‘বিশেষ প্রয়োজন’ রয়েছে তাদের বাবা-মা চাইলে আইসোলেশনে তাদের সন্তানের সঙ্গে থাকতে পারবেন। তবে এ জন্য তাদেরকে অবশ্যই সকল স্বাস্থ্য সতর্কতা মেনে চলতে হবে। তাদেরকে সবসময় মাস্ক পরে থাকতে হবে এবং শিশুর থেকে আলাদা স্থানে খাবার খেতে হবে। শিশুর স্পর্শ করা জিনিসপত্র ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তবে ‘বিশেষ প্রয়োজন’ বলতে কী বুঝানো হয়েছে তা তিনি স্পষ্ট করেননি। এর আগে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছিল, কোভিড আক্রান্ত শিশুদের বাবা-মার থেকে আলাদা করে ফেলা হচ্ছে। এর ভিত্তিতে গত সপ্তাহের শেষে অনলাইনে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পরে। সাংহাইতে এক দিনে ১৭ হাজার ৭৭ জনের কোভিড শনাক্ত হয়েছে। যদিও তাদের মাত্র ৩১১ জনের কোভিডের উপসর্গ ছিল। চীনের জিরো-কোভিড নীতি অনুযায়ী, পজিটিভ ফলাফল আসাদের নির্দিষ্ট স্থানে পর্যবেক্ষনের জন্য থাকতে হয়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।