Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২২, ১২:০৭ এএম

অ্যাসিড খেলেন
এক অধ্যাপকের নাম সুইসাইড নোাটে লিখে আত্মহত্যা করেছেন এক গবেষক। নোটে লিখেছেন, ‘অধ্যাপক আমার মৃত্যুর জন্য দায়ী। উনি আমাকে সঠিকভাবে ‘গাইড’ করেননি।’ এই অভিযোগ লিখেই এক বোতল হাইড্রোজেন সালফাইড অ্যাসিড খেয়ে ফেলেন সলিড স্টেট ফিজিক্সের এই গবেষক। মৃত্যু হয়েছে মুহ‚র্তে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের এই গবেষকের মৃত্যুতে বিস্মিত সহ-গবেষকরা। টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়, ওই গবেষকের নাম শুভদীপ রায়। বাবা মারা গেছেন কয়েক বছর আগে। মা রঞ্জনা রায় একাই থাকেন নাগেরবাজারের বাড়িতে। একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে প্রতিষ্ঠানে যান। টেলিগ্রাফ ইন্ডিয়া।


বেতন নেন না
ক্ষমতা গ্রহণের পর থেকেই বেতন নেন না জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা। তার আট মাস ধরে বেতন না নেওয়ার বিষয়টি জানতেন না খোদ দেশটির নাগরিকরাও। তবে স¤প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়, হিচিলেমা জনসাধারণের সেবা করার স্বার্থে বেতন বাতিল করেছেন। এক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট হিচিলেমা বলেন, সরকারি অফিস থেকে বেতন নেওয়া আমার জন্য অনুপ্রেরণামূলক নয়। গত বছরের আগস্টে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। দেশের দক্ষিণাঞ্চলীয় শহর লিভিংস্টনে সাংবাদিকদের বলেন, বেতনের বিষয়টি কোনো ঘটনাই না। কারণ বেতন আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে না। তার মানে এই নয় যে সরকার আমাকে বেতন দিতে চায় না। বিবিসি।


প্রোটোকল কার্যকর
চীন ও নিউজিল্যান্ডের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তির উন্নত প্রোটোকল কার্যকর হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানায়। উন্নত প্রোটোকলের আওতায় দু’দেশের মধ্যে পণ্য, পরিষেবা, বিনিয়োগ ইত্যাদি ক্ষেত্রে উন্মুক্ততা আরও বাড়বে। এতে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিবেশ আরও উন্নত হবে। নয়া প্রোটোকলের ফলে চীন ও নিউজিল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতা গভীরতর হবে, দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগের সুবিধাদি বাড়বে, এবং দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও সমৃদ্ধ হবে। উল্লেখ্য, চীন-নিউজিল্যান্ড অবাধ বাণিজ্য চুক্তি ২০০৮ সালের ৭ এপ্রিল স্বাক্ষরিত হয়। সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ