Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

লাইন বিকল থাকলেও দিতে হয় বিল

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

তারাকান্দা উপজেলার ডিজিটাল এক্সচেঞ্জের ২০০ টেলিফোন সংযোগের মাঝে মাত্র ১০টি চালু রয়েছে। ফলে ১৯০ জন টেলিফোন গ্রাহকের সংযোগ বিকল থাকলেও মাসে ৯২ টাকা বিল পরিশোধ করতে হচ্ছে। টেলিফোন সংযোগ বিকল হওয়ায় বিপাকে পড়েছে গ্রাহকরা। জানা গেছে, ১৯৯০ সালে তারাকান্দা টেলিফোন এক্সচেঞ্জের কার্যক্রম ভাড়াটিয়া বাড়িতে শুরু হয়। ২০১২ সালে নিজস্ব ২৯ শতাংশ ভূমি অধিগ্রহণ করে পাকা দু’তলা ভবনে ডিজিটাল এক্সচেঞ্জের কার্যক্রম চালু হয়। এক্সচেঞ্জের আওতায় উপজেলা প্রশাসন, থানা, ব্যাংক ও ব্যবসায়ীসহ ২০০ গ্রাহকের সংযোগ দেয়া হয়। এর মধ্যে ৫০ জন গ্রাহক তাদের সংযোগ বিচ্ছিন্ন করে। তারাকান্দা বাজারের ব্যবসায়ী মোঃ চাঁন মিয়া জানান, টি.এন্ড.টি লাইন বিকল থাকায় কল আসলে কথা বুঝা বা শুনা যায় না। টি.এন্ড.টি সংযোগ বিকল থাকার কারণে ফ্যাক্স যোগাযোগ সম্ভব হচ্ছে না। তারাকান্দা বাজারের বাসিন্দা মো: আব্দুস সামাদ আকন্দ জানান, টেলিফোন সংযোগ বিকল থাকায় স্বেচ্ছায় আবেদন করে আমার সংযোগটি বিছিন্ন করেছি। তারাকান্দা উপজেলা ডিজিটার এক্সচেঞ্জের লাইনম্যান মোঃ ইউনুছ আলী জানান, তিনি এ অফিসে ২০ বছর যাবৎ কর্মরত আছেন। এ এক্সচেঞ্জে একজন টেলিফোন অপারেটর ও মাস্টার রোলের একজন টেলিফোন অপারেটর কর্মরত থাকলেও অফিস করে না। লাইনম্যান মোঃ ইউনুছ আলী আরও বলেন, ৮/১০টি সংযোগ চালু থাকলেও কেবলের কারণে বাকি সংযোগগুলো বিকল হয়ে আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাইন বিকল থাকলেও দিতে হয় বিল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ