প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত দুটি অ্যালবামে নাট্যকার ও গীতিকার রেজাউর রহমান রিজভীর লেখা গানে কণ্ঠ দিলেন সাতজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। তারা হলেন কনা, তানভীর তারেক, বেলাল খান, নওরীন শরীফ শারলিন, আবিদ, ইলিয়াস হোসাইন এবং তানজিনা করিম স্বরলিপি। অ্যালবাম দুটির নাম হলো অমিত চ্যাটার্জী ফিচারিং ‘হৃদয়ের সীমানায়’ ও তানভীর তারেক ফিচারিং ‘ওয়াদা’। ‘হƒদয়ের সীমানায়’ অ্যালবামটি মাই সাউন্ড এবং ‘ওয়াদা’ অ্যালবামটি সিডি চয়েস থেকে প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘প্রকাশিত গানগুলো রোমান্টিক ও স্যাড-মেলোডিধর্মী। প্রতিটি গানের কথার মাঝেই একটি গল্প বলার চেষ্টা করেছি। সুরকার দুজনও দারুণ সুর করেছেন। আশা করি শ্রোতাদের কাছে গানগুলো ভালো লাগবে।’ উল্লেখ্য, রিজভীর লেখা গানে এ পর্যন্ত প্রায় ৪০টিরও বেশি অ্যালবাম প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি গানের পাশাপাশি নাটক লেখালেখি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।