মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের দিল্লির বেশ কয়েকটি এলাকায় গোশত বিক্রির দোকান বন্ধের নির্দেশ দিয়েছে পৌর কর্পোরেশন। গত মঙ্গলবার দক্ষিণ দিল্লির মেয়র নির্দেশ দিয়ে বলেছেন, আগামী সোমবার পর্যন্ত দোকান বন্ধ থাকবে। নবরাত্রি উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আর এই প্রেক্ষিতেই সরব হয়েছেন জেকেএনসি নেতা ওমর আবদুল্লাহ। তার বক্তব্য, সংখ্যাগরিষ্ঠতাবাদ যদি দক্ষিণ দিল্লির জন্য ঠিক হয় তাহলে তা জম্মু-কাশ্মীরের জন্যও সঠিক হওয়া উচিত।
নির্দেশিকায় দক্ষিণ দিল্লি পৌর কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নবরাত্রির সময় মানুষ পেয়াঁজ- রসুনও খাওয়া থেকে বিরত থাকেন। ফলে এই কয়েকদিন প্রকাশ্যে বা মন্দিরের কাছে গোশত বিক্রি হওয়ার দৃশ্যও তারা এড়িয়ে যেতে চান তারা।’
এরপরই সরব হন ওমর আবদুল্লাহ। উৎসবকে সামনে রেখে পৌর কর্পোরেশনের সিদ্ধান্তের নিন্দা করেছেন এই নেতা। তিনি টুইট করে বলেছেন, ‘রমজানে আমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু খাই না। আমার মনে তাহলে প্রতিটি অ-মুসলিম মানুষকে তখন জনসমক্ষে খাওয়া থেকে বারণ করা যেতে পারে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকায়। যদি সংখ্যাগরিষ্ঠতা দিল্লির জন্য ঠিক হয় তাহলে সেটা জম্মু-কাশ্মীরের জন্যও ঠিক।’ সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।