Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃষ্টি হলেই স্কুল মাঠে হাঁটু পানি

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মো. মানজুরুল হক, কুলাউড়া (মৌলভীবাজার) থেকে

জেলার কুলাউড়ার ঐতিহ্যবাহী রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টির পানি জমে থাকার কারণে শিক্ষাকার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত ৭ নভেম্বর সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টি হলেই মাঠে হাঁটু পানি জমে যায়। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্কুলের পশ্চিমে সরকারি রাস্তা, পশ্চিম ও উত্তর পাশে সরকারি অফিস থাকার কারণে বৃষ্টির পানি সরতে না পারায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। জলাবদ্ধতার কারণে স্কুল মাঠে শিক্ষার্থীরা শরীরচর্চা ও জাতীয় সংগীত গাইতে সমবেত হতে পারছে না। বন্ধ হয়ে আছে শিক্ষার্থীদের খেলাধুলা। এ নিয়ে বিদ্যালয়ের টয়লেট ব্যবহার করতে পারছে না শিক্ষক-শিক্ষিকারা। এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী আফসানা খানম ৩য় শ্রেণীর সূচনা খানম, ২য় শ্রেণীর শিশু শিক্ষার্থী তাহসিন আহমেদ ওয়াফিক ও অনিকা খানম কণা বলেন, দুইদিন ধরে তারা বিদ্যালয়ে ক্লাস করতে যেতে পারছেন না। এ বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন এ শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম বলেন, এ সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করার পরও বরাদ্দের অভাবে পানি নিষ্কাশনের কোনো প্রদক্ষেপ নিচ্ছে না শিক্ষা বিভাগ। এ ব্যাপারে কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উল ইসলাম বলেন, স্কুল কর্তৃপক্ষ বিষয়টি অবগত করেছে। দ্রুত প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃষ্টি হলেই স্কুল মাঠে হাঁটু পানি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ