Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২২, ৮:১৫ পিএম

‘সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’- এই শ্লোগানে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। এদিন সকাল ৭টায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সস্থ মঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় ক্রীড়া দিবসের কার্যক্রম শুরু করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এরপর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স থেকে র‌্যালি বের হয়। যা হাইকোর্ট, শিক্ষাভবন প্রদক্ষিণ করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, এনএসসি সচিব পরিমল সিংহ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু. আরচ্যারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মইনুল ইসলামসহ অন্যান্য ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক ক্রীড়া দিবসের র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন এনএসসি, বিওএ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), হকি, বাস্কেটবল, বক্সিং, রোলার স্কেটিং, অ্যাথলেটিক্স, উশু, কারাতে, ভারোত্তোলন, তায়কোয়ান্ডো, কাবাডি, ভলিবল, হ্যান্ডবল, টেবিল টেনিস, জুডো, সাইক্লিং, কুস্তি, আরচ্যারি, টেনিস ও বধির ক্রীড়া ফেডারেশনসহ বিকেএসপি, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা, থ্রোবল, ডিউবল, টার্গেটবল অ্যাসোসিয়েশন এবং ক্রীড়া পরিদপ্তরের কর্মকর্তা ও খেলোয়াড়রা। র‌্যালি শেষে এনএসসির টাওয়ারস্থ শেখ কামাল অডিটোরিয়ামে এক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সমাজে এখন মাদকের প্রভাব ব্যাপক। মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে ক্রীড়াঙ্গণকে বড় ভূমিকা রাখতে হবে। একজন ক্রীড়াবিদ ও সংগঠক মাদক থেকে দূরে থাকেন। কোন ক্রীড়াবিদ মাদক গ্রহন করতে পারে না।’ তিনি যোগ করেন, ‘মাদকহীন সমাজ গড়ে আমরা জাতির পিতার সোনার বাংলা উপহার দেব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ