মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাদক পরিবহনের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে এক ইসরাইলি নারীকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারীর কাছে আধা কেজি কোকেইন পাওয়া যায়। মঙ্গলবার আরব আমিরাতের একটি আদালত ৪৩ বছর বয়স্ক ওই ইসরাইলিকে মৃত্যুদন্ড দেয়। জেরুজালেম পোস্ট জানিয়েছে, ওই নারীর নাম ফিদা কিউয়ান। তিনি ইসরাইলের হাইফা শহরের বাসিন্দা। গত বছরের মার্চ মাসে তিনি আবু ধাবিতে কোকেনসহ গ্রেপ্তার হন। আবু ধাবির পুলিশ তার অ্যাপার্টমেন্ট তল্লাশি করে ওই মাদকের সন্ধান পায়। যদিও কিউয়ানের দাবি ওই মাদক তার নয়। তার আইনজীবি আদালতের ওই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে ধারণা করা হচ্ছে। আরব আমিরাতে সাধারণত মৃত্যুদÐ কার্যকর করা হয় না। এর পরিবর্তে অন্য কোনো বড় শাস্তি দেয়া হয়। কিউয়ানের ভাই খালেদ দাবি করেছেন, তার বোনকে নির্যাতনের মাধ্যমে জবানবন্দী নেয়া হয়েছে। এমনকি পরিবারকে তার সঙ্গে দেখা করার সুযোগও দেয়া হচ্ছে না। ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করেছে কিউয়ানের পরিবার। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তারা বিষয়টির ঘেটে দেখছে। ইসরাইল ও আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্থাপনের পর একাধিক ইসরাইলি মাদকসহ গ্রেপ্তার হয়েছে দেশটিতে। জেরুজালেম পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।