Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আকাশছোঁয়া ফলের দামে বিপাকে রোজাদাররা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

শুরু হয়েছে রমজান মাস। সারা বিশ্বের মতো কলকাতার মুসলিম ধর্মাবলম্বীরাও যথাযথ ভাবগাম্ভীর্যে পালন করছেন পবিত্র এ মাস। সৃষ্টিকর্তার সন্তুষ্টির আশায় রাখছেন রোজা। এ মাসে সারাদিন পানাহার থেকে বিরত থেকে সন্ধ্যায় অনেকেই ফলমূল দিয়ে ইফতার করেন, যা সুস্বাস্থ্যের জন্য খুবই জরুরি। কিন্তু রমজান আসতেই হঠাৎ করে বেড়ে গেছে সব ধরনের ফলের দাম। তাতে ইফতারের জন্য ফল কিনতে গিয়ে মাথায় হাত সাধারণ মানুষের। গত সপ্তাহেও কলকাতার বাজারে দেশি আপেলের দাম ছিল কেজিপ্রতি ১৭০ রুপি, যা এখন ২২০ রুপিতে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ডের আপেল বিক্রি হচ্ছে ২৩০ রুপি ও চীনা আপেল বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ রুপি প্রতি কেজি। রমজান মাসে ফলের দামে আগুন লাগার কারণ হিসেবে ব্যবসায়ীরা পাইকারি বাজারে দাম বাড়াকে দায়ী করেছেন। তাদের বক্তব্য, আপেলের প্রতি পেটিতে ২০০ থেকে ৩০০ রুপি দাম বেড়েছে। তাই পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা দোকানদাররাও দাম বাড়াতে বাধ্য হচ্ছেন। বাজার ঘুরে দেখা গেছে, শহরের বিভিন্ন এলাকায় একেকটি আনারস বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ রুপিতে। গত সপ্তাহে যে মর্তমান কলা বিক্রি হচ্ছিল ছয় রুপিতে, রোজা শুরু হতেই তার দাম বেড়ে ১০ রুপিতে পৌঁছেছে। তরমুজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ থেকে ৫০ রুপি। উল্লেখযোগ্যভাবে দাম বেড়েছে ইফতারের অন্যতম আইটেম শসারও। গত সপ্তাহে যে শসা কেজিপ্রতি বিক্রি হচ্ছিল ৩০ রুপিতে, এ সপ্তাহে তার দাম দ্বিগুণ বেড়ে ৬০ রুপিতে পৌঁছেছে। এবিপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ