মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনকে আরও ১০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøনকেন এই ঘোষণা দিয়েছেন। ‘জরুরি প্রয়োজন’ মেটাতে দেশটিকে এই সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। অ্যান্টনি বিøনকেন বলেন, এ নিয়ে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে যুক্তরাষ্ট্রের মোট নিরাপত্তা সহায়তার পরিমাণ দাঁড়াবে ১ দশমিক ৭ বিলিয়ন ডলারেরও বেশি। ইউক্রেনের বুচা শহরে হত্যাযজ্ঞের ঘটনায় রাশিয়ার জবাবদিহিতা নিশ্চিত করতে মার্কিন মিত্রদের সঙ্গে কাজ করে যাওয়ারও অঙ্গীকার করেন অ্যান্টনি বিøনকেন। এদিকে ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, বুধবার নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ দফায় রাশিয়ায় সব ধরনের বিনিয়োগের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।