Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলের দিন শেষ হয়ে আসছে : হামাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের এক শীর্ষ নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরাইলের সেনারা এবং দখলদার অবৈধ বসতি স্থাপনকারীরা পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে ফিলিস্তিনি মুসলমানদের ওপর গত কয়েকদিন ধরে যে বর্বরতা চালাচ্ছে সে ব্যাপারে সংগঠনটি চ‚ড়ান্তভাবে ধৈর্য হারিয়ে ফেলছে। হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ইসমাইল রেজওয়ান মঙ্গলবার এই হুশিয়ারি দেন। খবর আল-মায়াদিন। তিনি বলেন, হামাসের ধৈর্যকে পরীক্ষা করবেন না, ফিলিস্তিনি মুসলমানদের ওপর চালানো বর্বরতার কারণে হামাস যোদ্ধাদের ধৈর্য চ‚ড়ান্তভাবে শেষ হয়ে আসছে। হামাস নেতা ইসমাইল রেজওয়ানের এ বক্তব্য লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মায়াদিন তুলে ধরেছে। তিনি বলেন, আমরা সব পক্ষকে এবং মধ্যস্থতাকারীদেরকে ইসরাইলিদের সঙ্গে বৈঠকের কর্মসূচি বাতিল করার আহŸান জানাই কারণ এ ধরনের বৈঠকের মধ্যদিয়ে ইসরাইলিরা ফিলিস্তিনি জনগণের ওপর অপরাধ চালিয়ে যাওয়ার বৈধতা পাচ্ছে। আল-মায়াদিন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ