Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুবাই ‘দা হানড্রেডেও’ দল পাননি সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২২, ১১:১৫ এএম

ইন্ডিয়ান আইপিএলের পর ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘দা হানড্রেড’টুর্নামেন্টেও দল পেলেন না বাংলাদেশের সাকিব আল হাসান। বিশ্বসেরা এই তাকার ছাড়াও দল পায়নি ডেভিড ওয়ার্নার ও বাবর আজমের মতো তারকারাও। সোমবার একশ বলের এই টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। পরদিন প্রকাশ করা হয় দল পাওয়া খেলোয়াড়দের নাম।

সাকিবসহ ড্রাফটে দিয়েছিলেন বাংলাদেশের আরও ৯ জন। কেউ দল পাননি। ছিলেন, তামিম ইকবাল, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, আফিফ হোসেন, সাব্বির রহমান ও সৌম্য সরকার। দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকের ১ লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন সাকিব। বাকিদের মূল্য নির্ধারণ করা হয়নি।

ড্রাফট থেকে ১৭ বিদেশি খোলোয়াড়সহ দল পেয়েছেন মোট ৪২ জন। বিদেশি কোটার জন্য ১৬ দেশ থেকে নাম দিয়েছিলেন ২৮৪ জন ক্রিকেটার। ড্রাফট থেকে প্রথম খেলোয়াড় হিসেবে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইরন পোলার্ডকে দলে টানে লন্ডন স্পিরিট। সোয়া লাখ পাউন্ডের সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায় ছিলেন এই ক্যারিবিয়ান।

বিদেশি কোটায় উল্লেখযোগ্যদের মধ্যে আন্দ্রে রাসেল ও ভানিন্দু হাসারাঙ্গাকে ম্যানচেস্টার ওরিজিনালস, ডোয়াইন ব্রাভোকে নর্দান সুপারচার্জারস, সুনিল নারাইনকে ওভাল ইনভিন্সিবল, কুইন্টন ডি কককে সাউদার্ন ব্রেভ দলে নিয়েছে।

উল্লেখ্য’আগামী ৩ অগাস্ট শুরু হয়ে ৩ সেপ্টেম্বর শেষ হবে এই টুর্নামেন্টে। ওই সময়ে যদিও বেশিরভাগ জাতীয় দলেরই খেলা রয়েছে। টুর্নামেন্টের গত দুইবারের ড্রাফটেও ছিলেন সাকিব। সেবারও দল পাননি তিনি। করোনার কারণে ২০২০ সালের আসর অবশ্য হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ