Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাসকিন-শরিফুল ছিটকে পড়ায় হতাশ ডোনাল্ড

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা মিশন এখনও শেষ হয়নি। বাকি আছে আরও একটি টেস্ট। তবে সেই টেস্টের আগেই দেশে ফিরে আসতে হচ্ছে দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে। গতকালই দেশের উদ্দেশ্যে উড়ানে চেপেছেন সিরিজে সফরে দুর্দান্ত ফর্মে থাকা দুই পেসার। এতে হতাশ জাতীয় দলের নতুন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
দলের সেরা দুই পেসারকে হারিয়ে স্বভাবতই ধার কমেছে ডোনাল্ডের অধীনে থাকা বোলিং ইউনিটের। তবে বাকি সদস্যদের নিয়েও আশাবাদী এই প্রোটিয়া গ্রেট, ‘তাসকিনসহ সবাই ভালো বল করেছে। আশা করি সামনে আরও সাফল্য পাবে। শরিফুলকে নিয়ে তাসকিন দেশে ফিরে যাচ্ছে। আমি ওদের মিস করব। ওরা দারুণ মেধাবী। চেষ্টা করলে ওরা দেশকে আরও অনেক সাফল্য এনে দিতে পারবে।’
শরিফুল ইঞ্জুরিতে ছিলেন ওয়ানডে সিরিজের পর থেকেই। অন্যদিকে তাসকিন চোট পেয়েছেন ডারবান টেস্ট চলাকালে। তাদের বদলি হিসেবে নতুন করে কাউকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ