Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এবার ৩০ রুশ কূটনীতিককে বহিষ্কার করলো ইতালি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ৯:৩০ পিএম

ফ্রান্স ও জার্মানির পর এবার ইতালি রাশিয়ার ৩০ কূটনীতিককে বহিষ্কার করেছে। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে ইতালি এই পদক্ষেপ নিয়েছে। এর আগে জার্মানি রাশিয়ার ৪০ কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে যা বহিষ্কারের সমরূপ। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়রবক সোমবার এই ঘোষণা দেন।

এই ঘটনার পরপরই ফ্রান্স রাশিয়ার ৩৫ জন কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্তের তথ্য জানায়। রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভ সংলগ্ন এলাকা ছেড়ে যাওয়ার পর ইউক্রেনীয় সেনারা শহরটিতে প্রবেশ করেছে। সেখানে তারা গণকবর এবং সোমবার পর্যন্ত ৪১০টি লাশ পেয়েছে। বেসামরিক নাগরিকদের লাশ পাওয়ায় বিশ্বজুড়ে তোপের মুখে পড়েছে রাশিয়া। এই ঘটনায় জাতিসংঘ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করবে বলে জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ