গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের নাম এবং ছবি ব্যবহার করে একটি ফেক ফেসবুক আইডি খোলা হয়েছে। A.H. Rahmatul Moneem নামের ফেসবুক আইডি ফেক দাবি করে এ বিষয়ে রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) এনবিআর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে।
সাধারণ ডাইরি বিষয়ে রমনা মডেল থানার ডিউটি অফিসার এসআই বিপ্লব সরকার বলেন, আজ এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কে বা কারা এনবিআর চেয়ারম্যানের নামে ভুয়া আইডি খুলেছেন। এই আইডির মাধ্যমে কেউ অবৈধভাবে অর্থ দাবি করতে পারে, এ কারণেই সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে।
এনবিআরের বোর্ড প্রশাসনের দ্বিতীয় সচিব স্নিগ্ধা বিশ্বাস সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়ে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের নাম এবং ছবি ব্যবহার করে (A.H. Rahmatul Moneem) অজ্ঞাতনামা ব্যক্তি একটি ফেইসবুক আইডি খুলেছেন। এ বিষয়ে রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।