Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা গোপন রাখে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্র মার্চের মাঝামাঝি সময়ে হাইপারসনিক বা শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে, তবে দুই সপ্তাহের জন্য তা গোপন রাখা হয়েছিল বলে জানিয়েছেন সেদেশের প্রতিরক্ষা কর্মকর্তা। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনা এবং প্রেসিডেন্ট জো বাইডেনের ইউরোপ সফর থাকায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওই খবর গোপন রাখা হয়। ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপক‚লে একটি বি-৫২ বিমান থেকে ‘দ্য হাইপারসনিক এয়ার-ব্রিদিং ওয়েপন কনসেপ্ট (এইচএডবিøউসি)’ নিক্ষেপ করা হয়। লকহিড মার্টিনের তৈরি এ ক্ষেপণাস্ত্রের প্রথম সফল পরীক্ষা এটি। এর আগে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী প্রথম এইচএডবিøউসি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালায়। খুব বেশি বিস্তারিত তথ্য দিতে রাজি হননি ওই কর্মকর্তা, শুধু জানিয়েছেন ক্ষেপণাস্ত্রটি ৬৫ হাজার ফুট ওপর দিয়ে ৩০০ মাইল দূরত্ব অতিক্রম করেছে। সিএনএন জানিয়েছে, খুব স্বল্প পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পাল্লাও প্রতি ঘণ্টায় ৩ হাজার ৮০০ মাইল। সে হিসাবে ক্ষেপণাস্ত্রটির ৩০০ মাইল যেতে ৫ মিনিটের কম সময় লাগার কথা। ইউক্রেইনের যুদ্ধে রাশিয়া নিজস্ব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার কথা জানানোর পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর খবর এল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, রাশিয়ার কিনঝিল ক্ষেপণাস্ত্রের তুলনায় তাদের এইচএডবিøউসি বা হক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অনেক বেশি উন্নত এবং এর সামনের অংশে কোনো ওয়ারহেড বা বিস্ফোরক থাকে না। বরং লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে নিজের গতিশক্তি ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি। যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় প্রেসিডেন্ট বাইডেন ইউরোপে সফরের প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানে তিনি নেটো মিত্রদের সঙ্গে বৈঠক করেন এবং পোল্যান্ডে সফর করেন। কর্মকর্তারা জানান, ওয়াশিংন ও মস্কোর মধ্যে যাতে কোনো অযাচিত উত্তেজনা সৃষ্টি না হয়, সে বিষয়ে খুবই সতর্ক রয়েছে বাইডেন প্রশাসন। সে কারণেই শুক্রবার একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বাতিল করেছে তারা। সিএনএন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ