Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলোচনার আহবান চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

ইউক্রেনে রুশ অভিযান ও উত্তেজনা শেষ করতে আলোচনার আহŸান জানিয়েছে চীন। ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুবেলার সঙ্গে ফোনালাপে এ কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, গত ১ মার্চের পর এই প্রথম মঙ্গলবার ইউক্রেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের কথা হলো। এসময় মস্কোর সঙ্গে বিরাজমান সুম্পর্ককে কাজে লাগিয়ে রুশ আগ্রাসন থামানোর জন্য ওয়াং ই কে আহŸান জানান কুবেলা। ফোনালাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ একসময় শেষ হয়। মূল বিষয় হল কীভাবে ইউরোপে স্থায়ী নিরাপত্তা বজায় রাখা, একটি সুষম, কার্যকর ও টেকসই নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় তা ভাবা। তিনি বলেন, এ বিষয়ে একটি বস্তুনিষ্ঠ অবস্থানে গঠনমূলক ভ‚মিকা পালন করতে প্রস্তুত রয়েছে চীন। ফোনালাপের পর এক টুইটে কুবেলা বলেন, ইউক্রেনের বেসামরিকদের প্রতি একাত্বতা প্রকাশ করায় আমি চীনা পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউক্রেনের অনুরোধেই ফোনে কথা বলেছেন দুই পররাষ্ট্রমন্ত্রী। চীন মস্কোর ঘনিষ্ঠ মিত্র। জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে তারা কোনো ভোট দেয়নি। কিন্তু ইউক্রেনের স্বাধীনতা নিয়েও সমর্থন দিয়েছে তারা। ক‚টনৈতিক আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে শান্তি স্থাপনে যেকোনো ভ‚মিকা রাখতে প্রস্তুত চীন, এ কথাও বলেছে দেশটির সরকার। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ