প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : লেজার ভিশনের আয়োজনে গীতিকবি জয়া জাহান চৌধুরীর কথায় মিক্সড অডিও অ্যালবাম ‘নীল চাঁদোয়া’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, অ্যালবামটির সংশ্লিষ্ট কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। উল্লেখ্য, গীতিকবি জয়া জাহান চৌধুরীর কথায় অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, শহীদ, নির্ঝর, রাফি, প্রত্যয় খান, আরিফ, আপন, এম এস রানা, সাজিদ, শশী ও আনিসা। অ্যালবামটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রাজেশ ঘোষ, পংকজ, আরিফ, রাফি ও প্রত্যয় খান এবং অ্যালবামটিতে মোট ১০টি মেলোডি ধাঁচের গান রয়েছে। অ্যালবামটির গানগুলি সব ধরনের শ্রোতাদের ভালো লাগবে বলে গীতিকবি জয়া জাহান চৌধুরীর বিশ্বাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।