Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমবাপ্পে রিয়ালে এলে তিন গুণ বেশি গোল করবে - বেনজেমা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ৭:২০ পিএম

এমবাপ্পের সাথে জাতীয় দলে খেলেন একসঙ্গে করিম বেনজেমা। জাতীয় দুজনের মধ্যে বোঝাপড়াটা দারুণ। অবশ্য মাঠের বাইরে দুইজনের সম্পর্ক বেশ ভালো। গুঞ্জন রয়েছে, আসছে মৌসুমেই রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখা যেতে পারে পিএসজি ফরোয়ার্ডকে। সেই সম্ভাবনায় এখনই রোমাঞ্চিত বেনজেমা।

বেনজেমার বিশ্বাস,এমবাপ্পে তার সাথে রিয়ালে খেললে দল দুই বা তিন গুণ বেশি গোলের দেখা পাবে। আগামী জুনে পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি শেষ হবে। তবে গত ১ জানুয়ারি থেকেই নতুন কোনো দলের সঙ্গে চুক্তি সেরে ফেলতে বাধা নেই তার। আর ফরাসি স্ট্রাইকারের রিয়ালের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে কয়েক মৌসুম ধরে। গত মৌসুমের শেষভাগে তো, তাকে পেতে রেকর্ড ট্রান্সফার ফি দিতেও প্রস্তুত ছিল মাদ্রিদের দলটি।

কয়েক মাস আগেই জার্মান গণমাধ্যম বিল্ডের খবরে বলা হয়, এরই মধ্যে রিয়ালের সঙ্গে চুক্তি হয়ে গেছে এমবাপ্পের। আনুষ্ঠানিক ঘোষণা আসতেই কেবল বাকি। বাস্তবে তা আর হয়নি। পিএসজির পক্ষ থেকে বরং মাঝেমধ্যেই বলা হচ্ছে, এমবাপ্পেকে ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

পিএসজির হয়ে চলতি মৌসুমে সবচেয়ে ধারাবাহিক এই তারকাই। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২১-২২ এ এখন পর্যন্ত করেছেন ২৮ গোল, সঙ্গে ২০টি অ্যাসিস্ট। দলের হয়ে যা সর্বোচ্চ। রিয়ালের লা লিগা শিরোপা পুনরুদ্ধারের মিশনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বেনজেমা।

লা লিগায় এখন পর্যন্ত তিনি করেছেন সর্বোচ্চ ২৪টি গোল। তার ধারে কাছে কেউ নেই; দ্বিতীয় সর্বোচ্চ তারই সতীর্থ ভিনিসিউস জুনিয়রের গোল ১৪টি। দীর্ঘদিন ধরে চলা নাটকীয়তার পর শেষ পর্যন্ত এমবাপ্পে রিয়াল যোগ দিলে নিঃসন্দেহে রিয়ালের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপের সঙ্গে মঙ্গলবার এক আলাপচারিতায় এমবাপ্পের রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জন প্রসঙ্গে বেনজেমা বলেন, ‘আমি জাতীয় দলে (এমবাপ্পের) সঙ্গে খেলতে পছন্দ করি এবং আমি তার সঙ্গে ক্লাব পর্যায়েও খেলতে চাই। আমি মনে করি, (এমবাপ্পে যোগ দলে) রিয়াল দ্বিগুণ গোল করবে-তিনগুণও হতে পারে।’

সাম্প্রতিক বছরগুলোতে ক্লাবের হয়ে দারুণ ফর্মে থাকা বেনজেমা দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় পর গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে ডাক পান ফ্রান্স দলে। এরপর থেকে দিদিয়ে দেশমের দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। এরই মধ্যে জিতেছেন গত বছরের নেশন্স লিগের শিরোপাও। এতেই সন্তুষ্ট নন বেনজেমা। জাতীয় দলের হয়ে তার চোখ আরও বড় অর্জনের দিকে। তিনি বলেন,‘(ফ্রান্সের হয়ে খেলা) আমার জন্য গর্বের এবং এতে আমি খুব খুশি। আমি ভালোভাবে মানিয়ে নিয়েছি, এই দলের ফুটবল উঁচু মানের এবং এটাই আমার সবচেয়ে পছন্দ। আমি এখন ফ্রান্স দলের হয়ে একটি (মেজর) শিরোপা জিততে চাই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ