Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কায় খেলবেন বাংলাদেশের দ্রুততম মানবী

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ৮:৪৯ পিএম

শ্রীলঙ্কার অ্যাথলেটিক্সের শতবর্ষ উপলক্ষে গত জানুয়ারিতে হাফ ম্যারাথন দৌঁড়ে অংশ নিতে কলম্বো গিয়েছিলেন বাংলাদেশের চার অ্যাথলেট। এবার লঙ্কান জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন লাল-সবুজের দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান ও নুসরাত জামান রুনা। আগামী ৮, ৯ ও ১০ এপ্রিল কলম্বোতে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার জাতীয় চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার এই আসরে অংশ নিতে যাওয়া দু’জনই বিকেএসপির শিক্ষার্থী। সুমাইয়া ও রুনা সেখানে ১০০ মিটার ও ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নেবেন। বাংলাদেশ দলের কোচ কাম কর্মকর্তা হয়ে যাচ্ছেন মো. আমিনুল ইসলাম। বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাবে বৃধবার দুপুর আড়াইটায়। এই চ্যাম্পিয়নশিপ শুরুর আগের দিন কলম্বোয় অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান অ্যাথলেটিক্স ফেডারেশনের কংগ্রেস ও নির্বাচন। কংগ্রেসে অংশ নিতে শ্রীলঙ্কা যাচ্ছেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। নির্বাচনে যুগ্ম সম্পাদক বা সহ-সভাপতি পদে লড়বেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মন্টু। এ তথ্য সোমবার তিনি নিজেই নিশ্চিত করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ