Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবিতে কোরআন শিক্ষার আয়োজন করেছে ছাত্রলীগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ৭:৩৮ পিএম

পবিত্র রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাসব্যাপী কোরআন শিক্ষার আয়োজন করেছে ছাত্রলীগ। আজ সোমবার (০৪ এপ্রিল) জোহর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের মসজিদে এ কর্মসূচি শুরু করা হয়। কোরআন শিক্ষা দেবেন হাফেজ মাওলানা মঞ্জুরুল ইসলাম।

প্রথম দিনে হলটির প্রায় ২৫ জন শিক্ষার্থী কোরআন শিক্ষা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় জাবি ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে কোরআন মাজিদ বিতরণ করা হয়। এ বিষয়ে মওলানা ভাসানী হলের ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম সজিব বলেন, ভাসানী হলে ছাত্রলীগের পক্ষ থেকে কোরআন শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রলীগকে ধন্যবাদ জানাই এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। শিক্ষার্থীরা রমজানের পবিত্রতা রক্ষার পাশাপাশি কোরআন পড়া শিখতে সক্ষম হবে বলে আশা করি।

জাবি ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে ভাসানী হলে শিক্ষার্থীদের কোরআন শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যাতে শুদ্ধভাবে কোরআন পড়তে পারেন সেটাই আমাদের কাম্য। সুস্থ জ্ঞান চর্চায় ছাত্রলীগ কাজ করে যাবে। ধর্মের সুশিক্ষা শিক্ষার্থীদের মধ্যে থাকলে ধর্মীয় সম্প্রীতির ভিত্তিতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে এ প্রজন্ম ভূমিকা রাখবে বলে আশা করি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ