Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধ মাটি বহনকারী ট্রাক্টর উল্টে তারই নীচে চাপাপড়ে চালকের সহকারী নিহত

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ১:৪৯ পিএম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর এলাকায় অবৈধ মাটি বহনকারী ট্রাক্টর উল্টে তারই নীচে চাপাপড়ে চালকের সহকারী হাসান (১৬) নিহত হয়েছে। নিহত হাসান একই ইউনিয়নের গোয়ালপাড়ার আলী মন্ডলের ছেলে। দুর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার আনুমানিক ভোর ৪টার দিকে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার দাস বলেন, প্রতিদিন রাতের বেলা কিছু ব্যক্তি ট্রাক্টরে মাটি বহন করে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে থাকে। ঘটনার সময় দুর্ঘটনা কবলিত ট্রাক্টরের চালক খালী ট্রাক্টর নিয়ে যাচ্ছিল। গ্রামের মোড়ে আরেকটি যানবাহনকে পাশ কাটাতে গেলে টাক্টরটি উল্টে যায়। সে সময় চালকের পাশে বসে থাকা তারই সহকারী হাসান উল্টে যাওয়া ট্রাক্টরের নীচে চাপাপড়ে ঘটনাস্থলেই নিহত হয়। লাশ উদ্ধার করে এদিন সকালেই থানায় নেয়া হয়। নিহত হাসানের পরিবারের পক্ষ থেকে এ দুর্ঘটনার বিষয়ে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে দিয়ে দেয়া হয়েছে।

তিনি আরো জানান, উল্টে যাওয়া ট্রাক্টর ওঠানো না যাওয়ার কারনে সেটা থানা হেফাজতে নেয়া সম্ভব হয়নি। তাছাড়া ট্রাক্টরের গায়ে নম্বর প্লেট না থাকায় মালিককে এখনো সনাক্ত করা দ্রুহ হচ্ছে। তবে ট্রাক্টরটি জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিবর রহমানের বলে জানা যাচ্ছে। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

গোয়ালপাড়া গ্রামের পল্লী চিকিৎক সামসুল হুদা জানায়, হাসান ট্রাক্টরের সহকারী হলেও সে সকালে নিজেই ট্রাক্টর চালিয়ে গঙ্গাদাসপুর গ্রামের ভৈরব নদী খননের পর পড়ে থাকা মাটি ভাই ভাই ব্রিকফিল্ডে সরবরাহ করার জন্য যাচ্ছিল। টাক্টরটি গ্রামের মাঝ বরাবর গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে উল্টে পড়ে। এ সময় হাসান ট্রাক্টরের নীচে চাপাপড়ে নিহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ