Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুচা শহরের দৃশ্য প্রসঙ্গে জেলেনস্কি বললেন, এটা অবশ্যই গণহত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ১১:৫৫ পিএম

বুচা শহরে বেসামরিক নাগরিকদের লাশের ছবি প্রকাশ্যে আসার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এটাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন। রবিবার যুক্তরাষ্ট্রের সিবিসি নিউজের সাংবাদিক জেলেনস্কির কাছে প্রশ্ন করেন, ইউক্রেনে রাশিয়া গণহত্যা চালাচ্ছে কিনা। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই। এটা গণহত্যা। -খবর সিএনএনের।

ভলোদিমির জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনে রাশিয়ার এটা সমগ্র জাতি এবং মানুষকে নির্মূল করার উদাহরণ। তিনি বলেন, আমরা ইউক্রেনের নাগরিক। এখানে ১০০টির বেশি দেশের মানুষ বসবাস করে। রাশিয়ার কর্মকাণ্ড সকল জাতীয়তার মানুষের ধ্বংস এবং নিধনের নমুনা।

উল্লেখ্য, ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে অবস্থিত বুচা শহরে আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা রাস্তায় লাশ পড়ে থাকতে দেখেছেন। কোনো কোনো লাশের হাত-পা বাঁধা। পশ্চিমারা এই ঘটনাকে রুশ সেনাদের যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ