Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সনম তেরি কসম

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সরস্বতী পার্থসারথি ওরফে সারু (মওরা হোকানে) দেখতে মন্দ নয়। তবে তার ছোটবোন কাবেরির মতো এতোটা চটপটে নয়। তাতে তাকে দেখতে যারা আসে তারা ফিরে যায়। আবার তার দক্ষিণ ভারতীয় রক্ষণশীল পরিবার যে তার প্রতি খুব সহমর্মী তাও নয়। তার বাবার চাহিদা তার বরকে হতে হবে ব্রাহ্মণ প্রকৌশলী বা ডাক্তার। এতো সব বাধ্যবাধকতা আর শর্তের কারণে খান দশেক পাত্রপক্ষ ফিরে গেছে। এখন সবাই আসাই ছেড়ে দিয়েছে। বিস্ময়কর হলেও সত্য অন্য মেয়েটির ব্যাপারে তার কঠিন হৃদয় বাবা এতোটা কঠিন নয়। বাবার সামনে দিয়েই সে প্রেম করে চলেছে। কাবেরির সব অভিযোগ তার বড় বোনটির বিরুদ্ধে। তার কথা হল সে আরও চটপটে হয় না কেন। তাতে হয়তো পাত্রপক্ষ তাকে পছন্দ করত আর তার বিয়েটাও ত্বরান্বিত হতো। ঠিক এ সময় দৃশ্যপটে আসে ইন্দর (হর্ষবর্ধন রানে)। অবস্থাপন্ন পরিবারে এই ছেলে মেয়েদের এড়িয়ে চলে। কিন্তু কেন একভাবে তাদের মধ্যে এক বন্ধন সৃষ্টি হয়। ‘যে কাউকে ভালোবাসতে চায় না’ সে ‘যাকে কেউ ভালোবাসে না’ তার প্রেমে পড়ে যায়। এ সময় সারুর বাবা মেয়ের ওপর ভীষণ রেগে যায়। জানায় তার কাছে সারু মারা গেছে। সেভাবে তার শেষকৃত্যও সেরে ফেলে। কিন্তু তাতে কিছু যায় আসে না। সারু তার মনের দাবি মেটাতে শপথ নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সনম তেরি কসম

১৫ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ