Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক বাইকে সাতজন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

এক মোটরসাইকেল চালকের কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতের বিহার রাজ্যের শেওহর জেলার ওই বাইক চালক নিজেসহ ৭ জনকে নিয়ে নবাব হাই স্কুলের কাছে দিয়ে যাচ্ছিলেন। সে সময়েই একজন পুলিশ কর্মকর্তা তাকে থামান।
কারণ এক মোটরসাইকেলে দুইজন বসার ব্যবস্থা রয়েছে। সেখানে চালকসহ ৭ জন বসার কোন ব্যবস্থা নেই। আর সেই বাইক চালক নিজে হেলমেট পরেননি এমনকি তার বাইকে বসা ৭ জন আরোহীর কারো মাথায়ই হেলমেট ছিল না।

এরপরই সেই পুলিশ তাকে প্রচণ্ড বকাবকি করেন। এভাবে হেলমেট না পরে এতজন মানুষকে সঙ্গে নিয়ে বিপজ্জনক ভাবে বাইক চালাবেন না। এই বলে সাবধানও করে দেন সেই পুলিশ।
পুলিশ কর্মকর্তার কথার জবাবে বাইক চালক যা বলেন, তা শুনে সেই পুলিশ বেশ অবাক হয়ে যান। ওই বাইক চালক জানান, তিনি হাসপাতালে যাচ্ছেন। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন যে, হাসপাতালে যাওয়ার সময় কী মাথায় হেলমেট থাকতে নেই?

সোশ্যাল মিডিয়ায় @শযড়ষথফড় নামের একটি অ্যাকাউন্ট থেকে টুইটারে শেয়ার করা হয়েছে ভাইরাল হওয়া সেই ভিডিও। ভিডিওতে দেখা গেছে, একটি মোটরসাইকেলে মোট ৬ জনকে বসিয়ে নিয়ে যাচ্ছেন ওই চালক। এদের মধ্যে ৪ জন শিশু, ২ জন মহিলা এবং সেই বাইক চালক নিজে।

মোটরসাইকেলে এত আরোহী চড়েছেন যে, চালককেও দেখা যাচ্ছে না। কিন্তু, সবচেয়ে বিপদজনক বিষয়টি হল, চালক এবং অন্যদের মাথাও নেই হেলমেট। চালক যে নিজের জীবনের সঙ্গে অন্যদের জীবনও বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, নিউজ ৮ প্লাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ