Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিতেছে সাইফ, জামাল ও চট্টগ্রাম আবাহনী

কিংসদের রুখে দিলো ঢাকা আবাহনী

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ৯:৩১ পিএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রোববার চারটি ম্যাচ মাঠে গড়িয়েছে। যার মধ্যে তিনটি ম্যাচ একই সময়ে অনুষ্ঠিত হয়। যেখানে জয় পায় সাইফ স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও চট্টগ্রাম আবাহনী লিমিটেড। অন্য ম্যাচে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে রুখে দিয়েছে শিরোপা প্রত্যাশি ঢাকা আবাহনী লিমিটেড।

রোববার বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে বসুন্ধরা-আবাহনী ম্যাচটি ২-২ ব্যবধানে ড্র হয়েছে। ঢাকা আবাহনীর পক্ষে কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেস ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন একটি করে গোল করেন। বসুন্ধরার হয়ে দুই গোল করেন যথাক্রমে সদ্য বাংলাদেশী ফরোয়ার্ড এলিটা কিংসলে ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো। এই ড্রতে বসুন্ধরা কিংস দশ ম্যাচে আট জয় এবং একটি করে ড্র ও হারে ২৫ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষস্থান ধরে রাখলেও ঢাকা আবাহনীর জায়গা হলো তৃতীয়স্থানে। দশ ম্যাচে পাঁচ জয়, চার ড্র ও এক হারে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ৩-০ গোলে হারায় উত্তর বারিধারা ক্লাবকে। বিজয়ী দলের হয়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফোন সানডে উদোহ,উজবেকিস্তানের মিডফিল্ডার আসরোর গফুরভ ও স্থানীয় ফরোয়ার্ড সাজ্জাদ হোসেন একটি করে গোল করেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে সাইফ স্পোর্টিং প্রথমার্ধে দু’টি এবং দ্বিতীয়ার্ধে একটি গোল আদায় করে নেয়। ১১ মিনিটে সানডে উদোহ’র গোলে এগিয়ে যান জামাল ভূঁইয়ারা (১-০)। প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+১মিনিট) গফুরভ গোল করে ব্যবধান বাড়ান (২-০)। ম্যাচের ৬৭ মিনিেিট সাজ্জাদ গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০। বাকি সময় আর কোন গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে সাইফ স্পোর্টিং ক্লাব। অখেলোয়াড়সুলভ আচরণ করায় ম্যাচের শেষ দিকে দুই দলের একজন করে ফুটবলার লালকার্ড দেখে মাঠ ছাড়েন। ৮৯ মিনিটে সাইফের স্থানীয় ডিফেন্ডার নাসিরুল ইসলাম ও বারিধারার উজবেক মিডফিল্ডার কোচনেভকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি জালাল উদ্দিন। ম্যাচ জিতে দশ খেলায় চারটি করে জয় ও হার এবং দুই ড্রতে ১৪ পয়েন্ট পেয়ে তালিকায় ষষ্ঠস্থানেই রইল সাইফ স্পোর্টিং ক্লাব। সমান ম্যাচে দুইটি করে জয় ও ড্র এবং ছয় হারে ৮ পয়েন্ট নিয়ে নবমস্থানে উত্তর বারিধারা।

লিগে এখনও একমাত্র অপরাজিত দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কাল রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নিজেদের দশম ম্যাচে নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেডু ম্যাথুউ’র হ্যাটট্রিকে শেখ জামাল ৩-১ গোলে হারায় নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘকে। ম্যাচের ২৯ ও ৩৮ মিনিটে চিনেডুর করা জোড়া গোলে প্রথমার্ধে ২-০ ব্যবধানের লিড নিয়ে শেখ জামাল বিরতিতে গেলেও ৫৩ মিনিটে বসনিয়ার ফরোয়ার্ড নিডো স্বাধীনতার পক্ষে এক গোল করে ব্যবধান কমান। ৬৬ মিনিটে চিনেডু আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন। ম্যাচ জিতে পাঁচটি করে জয় ও ড্রতে ২০ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয়স্থানে উঠে এলো শেখ জামাল। সমান ম্যাচে এক জয়, তিন ড্র ও ছয় হারে মাত্র ৬ পয়েন্ট পেয়ে তলানীতে স্বাধীনতা ক্রীড়া সংঘ।

অন্যদিকে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার থ্যাংকগডের গোলে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী ২৭ মিনিটে লিড নেয় (১-০)। ম্যাচের ৪৫ মিনিটে জাপানি মিডফিল্ডার সোমা ওতানজের গোলে মুক্তিযোদ্ধা সমতা আনে (১-১)। ৬৬ মিনিটে সোহেল রানার গোলে চট্টগ্রাম আবাহনী ফের লিড নেয় (২-১)। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। দশ খেলায় পাঁচ জয়, তিন ড্র ও দুই হারে ১৮ পয়েন্ট পেয়ে চট্টগ্রাম আবাহনী ফের উঠলো চতুর্থস্থানে। সমান ম্যাচে দুই জয় ও আট হারে ৬ পয়েন্ট নিয়ে দশমস্থানেই রইল মুক্তিযোদ্ধা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ