Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে গ্যাস সংকট, ইফতার তৈরিতে চরম ভোগান্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ৭:৩৬ পিএম | আপডেট : ৭:৩৭ পিএম, ৩ এপ্রিল, ২০২২

রমজানের প্রথম দিনেই গ্যাস সংকটে পড়েছেন রাজধানীবাসী। যে কারণে সারাদিন রোজা রাখার পর পরিবারের সদস্যদের জন্য ইফতার তৈরি করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। বিষয়টি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। ক্ষোভ প্রকাশ করেছেন সিনিয়র সাংবাদিক বাংলাদেশ জার্নাল সম্পাদক শাহজাহান সরদার।

রবিবার (৩ এপ্রিল) দুপুরের পর রাজধানীর গ্রিন রোড ও ক্রিসেন্ট রোড এলাকায় গ্যাসের সমস্যা দেখা দিয়েছে। নিভু নিভু করে জ্বলছে চুলা। যে পরিমাণ গ্যাস চুলায় জ্বলছে তা দিয়ে ইফতারি তৈরি করার মতো অবস্থা নেই। এজন্য এসব এলাকার মানুষকে ইফতার দোকান থেকে কিনে আনতে হচ্ছে।

ক্রিসেন্ট রোডের ১০৩ নাম্বার বাড়ির বাসিন্দা আব্দুল জলিল জানান, আমার স্ত্রী দুপুরের পর জানায়, চুলায় গ্যাস সংকট। বিকেলের দিকে আবার স্ত্রী ফোন করে জানায়, ইফতার দোকান থেকে কিনে আনতে। এ গ্যাসে ইফতার বানানো সম্ভব হবে না। শুধু আব্দুল জলিলের বাসা নয়, গ্যাস সংকটের কারণে এই এলাকার অনেক বাসাতেই ইফতার তৈরি করা যায়নি। ফলে তারা সবাই বাইরে থেকে ইফতার কিনেছেন। কেউ কেউ বাসায় থাকা কেরোসিনের স্টোভে ভরসা করছেন। এই এলাকার বাসিন্দা শাহিনা খাতুন বলেন, বছরের অনেক সময়েই গ্যাস থাকে না, আবার যখন থাকে তখন গ্যাসের চাপ এতটাই ধীরগতি যে রান্না করা যায় না। কিন্তু আজ তো রমজান মাসের প্রথম দিন, সবাই বাসায় ইফতার বানাবে, আজকের দিনেও গ্যাসের এমন সংকট খুবই দুঃখজনক।

ক্ষোভ প্রকাশ করে সিনিয়র সাংবাদিক বাংলাদেশ জার্নাল সম্পাদক শাহজাহান সরদার তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, ধানমন্ডি এলাকায় নিবু নিবু গ্যাস। কোনো কোনো বাসায় একদম নেই। ইফতারী তৈরী করা যাচ্ছে না। রাজধানীর গ্রিন রোড এলাকার বাসিন্দা আব্দুস সোবহান বলেন, গ্যাস থাকে না এটা দীর্ঘদিনের সমস্যা। তবে রমজান মাসেও গ্যাস থাকবে না এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে। মাস গেলে ঠিকই গ্যাসের বিল দেই, কিন্ত রমজানের প্রথম দিন আমাদের ইফতার বাইরে থেকে কিনে আনতে হলো। গ্যাস সংকটের নগরবাসীর এমন অভিযোগের বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেনকে কল করা হলেও তিনি তা ধরেননি।

 



 

Show all comments
  • Md. Saddam ৩ এপ্রিল, ২০২২, ৭:৫৪ পিএম says : 0
    আমি জানতে চাই বাংলাদেশের গ্যাস কি রাশিয়া থেকে আমদানি করে নাকি,,,ওদিকে তো দু একদিন এর সমস্যা,, আর শনির আখরা,ছনটেক,দনিয়া,এসব এলাকায় তো গ্যাসের সংকট নিত্যদিনের সংগি,,সকাল ৬ টায় গ্যাস যায়,,আসে দুপুর ২টার পর,,আবার ঘন্টা খানেক থেকে আবার আসে সেই রাত ১১ টার পর,,আমরা ঢাকার সবাই খাওয়ার পরবখেতে হয়,,গতজাল এবং আজ তো টোটাল ই গ্যাস নেই
    Total Reply(0) Reply
  • jack ali ৪ এপ্রিল, ২০২২, ৯:৫৬ পিএম says : 0
    দেশটাকে তো সরকার সিঙ্গাপুর ক্যানাডা থেকে উপরে উঠিয়ে দিয়েছে সেই জন্যই তো গ্যাস পাওয়া যায় না বিনা গ্যাসে রান্না করা যায় কেননা আমাদের সরকারের টেকনোলজি সারাবিশ্বের মধ্যে উন্নত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ