Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডারবানে বিতর্কিত আম্পায়ারিং নিয়ে সাকিবের টুইট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ৭:৩৩ পিএম

দ. আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে (রোববার) সকালের সেশনটা দারুণ হতে পারতো বাংলাদেশের জন্য। কিন্তু আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নিলে এই সেশনে একাধিক উইকেট পাওয়া যেতো। কিন্তু হয়নি। রিভিউ না নেওয়ার আফসোসে পুড়েছে বাংলাদেশ। ডারবান টেস্টে অনফিল্ডে আম্পায়ারিং করছেন মারাইস এরাসমুস ও আড্রিয়ান হোল্ডস্টক।

দুজনই দক্ষিণ আফ্রিকান। মাঠের বাইরে থেকে সাকিব আল হাসান এমন বিতর্কিত আম্পায়ারিং দেখে টুইটারে সমাধান চাইলেন। বিশ্বসেরা সাকিব তার টুইটে লিখেছেন,‘আমি মনে করি আইসিসির জন্য আগের মতো নিরপেক্ষ আম্পায়ার ফেরানোর সময় এসেছে। কারণ বেশিরভাগ ক্রিকেট খেলুড়ে দেশে কোভিড পরিস্থিতি এখন ঠিক হয়ে গেছে।’

দিনের শুরুতেই ৭ রানে জীবন পান প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। তার বিরুদ্ধে সফরকারী বোলার ও ফিল্ডারদের এলবিডব্লিউর জোরালো আবেদনে সাড়া দেননি এরাসমুস। রিভিউ নিলেও আম্পায়ার্স কলে বেঁচে যান এলগার। এটাই শেষ নয়। ওপেনার সারেল আরউইয়ের বিরুদ্ধেও এলবিডব্লিউর আবেদন করে প্রত্যাখ্যাত হয় বাংলাদেশ। রিভিউ নিয়ে উইকেট পায় তারা।

আরেকবার বাংলাদেশ এলবিডব্লিউর আবেদন করে, এবার ব্যাটসম্যান ছিলেন কিগান পিটারসেন। কিন্তু আম্পায়ার নাকচ করে দেন। রিভিউ নেয়নি বাংলাদেশ, কিন্তু রিপ্লেতে দেখা যায় মিডল স্টাম্পে আঘাত হানতো বল। ১৪ রানে জীবন পান পিটারসেন। করোনাভাইরাস মহামারির পর থেকে ভ্রমণে কড়াকড়ির কারণে নিরপেক্ষ আম্পায়ার নিযুক্ত করা থেকে বিরত থাকে আইসিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ