Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় টেস্টের আগেই দেশে ফিরবেন শরিফুল-তাসকিন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ৭:১৬ পিএম

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ঐতিহাসিক ওয়ানডে সিরিজের ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন তিনি। টেস্টেও তাসকিনকে নিয়ে ছিল বড় আশা। চতুর্থ দিনে নিজের পঞ্চম ওভারে পেয়েছিলেন ডিন এলগারের গুরুত্বপূর্ণ উইকেট। কিন্তু এরপর কাঁধে ব্যথা অনুভব করতে দেখা যায় তাকে। এই ব্যথায় দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তার। ফলে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ৮ এপ্রিল, পোর্ট এলিজাবেথে।

ডারবান টেস্ট শেষেই দেশে ফিরে আসবেন তিনি। তার সঙ্গে ফিরবেন প্রথম টেস্টের একাদশে না থাকা শরিফুল ইসলাম। বিষয়টি ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেছেন, ‘তাসকিন ও শরিফুল প্রথম ম্যাচের পরই দেশে ফিরে আসবে। তারা ফেরার পর আমরা পর্যবেক্ষণ করবো। আমরা চেষ্টা করছি দেখতে তাসকিন কীভাবে ইনজুরিতে পড়ল। আমাদের আরও চারজন পেস বোলার আছে স্কোয়াডে, তাই আর দরকার নেই।’

আগামী ৫ তারিখ দেশের উদ্দেশে রওনা হবেন তাসকিন ও শরিফুল। তাদের বাইরে প্রথম টেস্টে খেলছেন এবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। স্কোয়াডে আছেন আরও দুই পেসার শহিদুল ইসলাম ও আবু জায়েদ চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ