Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালিতে সন্ত্রাসবিরোধী সেনা অভিযানে নিহত ২০৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ৬:০৭ পিএম
মালির সেনাবাহিনীর বরাত দিয়ে শনিবার (২ এপ্রিল) আজজাজিরা এ তথ্য জানিয়েছেন। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এই অভিযান চালানো হয়। এতে ২০৩ জন উগ্রবাদী নিহত, ৫১ জনকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে। একই সঙ্গে মৌরা এলাকাকে ‘সন্ত্রাসী জগৎ’ হিসেবে উল্লেখ করেছে দেশটির সেনাবাহিনী।
যদিও সামরিক অভিযান এবং হতাহতের খবর যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আলজাজিরা।
উল্লেখ্য, মালিতে প্রায় ২ কোটি ১০ লাখ মানুষের বসবাস। ২০১২ সাল থেকে দেশটির বিভিন্ন এলাকায় উগ্রবাদী তৎপরতা ছড়িয়ে পড়ে। তখন থেকেই বিভিন্ন সময় উগ্রবাদী হামলায় হাজারো সেনাসদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও দেশটির প্রশাসন বলছে, আল কায়েদা এবং ইসলামিক স্টেট (আইএস) ওই এলাকা নিয়ন্ত্রণ করছে। সূত্র : আলজাজিরা
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ