Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উইল স্মিথের ছবির কাজ স্থগিত রাখল নেটফ্লিক্স!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ৫:৫৮ পিএম

অস্কার মঞ্চের বিতর্ক যেন কিছুতেই উইল স্মিথের পিছু ছাড়ছে না। প্রকাশ্যে ক্ষমা চেয়ে, ফিল্ম অ্যাকাডেমির সদস্যপদ থেকে ইস্তফা দিয়েও মিলছে না রেহাই। শোনা যাচ্ছে, চড় কাণ্ডের পরই স্মিথ অভিনীত ছবির কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স।

৯৪তম অস্কারে সেরা অভিনেতার অ্যাওয়ার্ড পেয়েছেন উইল স্মিথ। কিন্তু তার আগেই ঘটে এই চড় কাণ্ড। অস্কারের মঞ্চে সঞ্চালনা করার সময়ে নানা রকম রসিকতা করছিলেন কমেডিয়ান ক্রিস রক। হঠাৎই উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা শুরু করে দেন ক্রিস। উইল স্মিথের স্ত্রী জাডা অ্যালোপেশিয়া নামে একটি রোগে আক্রান্ত। যার ফলে স্মিথের স্ত্রীয়ের মাথায় চুল অনেকটাই কম। সেই প্রসঙ্গ তুলেই রসিকতা করেছিলেন ক্রিস। যা একেবারেই মেনে নিতে পারেননি উইল স্মিথ। সঙ্গে সঙ্গে স্টেজে উঠে চড় মারেন সঞ্চালকের গালে।

নিজের এই আচরণের জন্য অনুতপ্ত অস্কারজয়ী হলিউড তারকা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছেন তিনি। তারপরই অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সদস্যপদ থেকে ইস্তফা দেন। এ বিষয়ে কথা বলতে গিয়ে এক সংবাদমাধ্যমকে অ্যাকাডেমির প্রেসিডেন্ট ডেভিড রুবিন জানান, উইল স্মিথের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। শোনা যাচ্ছে, এরপর অভিনেতাকে কিছু নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

এবার রটনা, অস্কারের চড় কাণ্ডের জেরেই উইল স্মিথ অভিনীত ‘ফাস্ট অ্যান্ড লুজ’ ছবির কাজ স্থগিত রাখা হয়েছে। যদিও অস্কারের আগেই এই ছবির পরিচালনার দায়িত্ব ছেড়ে দেন ডেভিড লিচ। রায়ান গসলিংয়ের ‘ফল গাই’ ছবি তৈরির করার জন্যই স্মিথের ছবির কাজ ছেড়েছিলেন তিনি। সূত্র: রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ