Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোন পথে ডারবান টেস্ট!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ১১:০৬ এএম

ডানবার টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ৭৫ রানে এগিয়ে আছে স্বাগতিক দ.আফ্রিকা। ফলে রোববার চতুর্থ দিন লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামবে স্বাগতিকরা। বাংলাদেশের লক্ষ্য আজ দ্রতই স্বাগতিকদের গুটিয়ে নিয়ে যতো কম রানে অলআউট করা যায়। তবে সকালের সেশনের জন্য বাংলাদেশ তাকিয়ে থাকতে হচ্ছে সেখান কার আবহাওয়ার দিকেও। কারণ এই সেশনে বোলাররা ব্যর্থ হলে সবশেষ আবহাওয়া ভরসা বাংলাদেশের।

ম্যাচে আগে ব্যাট করে প্রথম ইনিংসে স্কোর বোর্ডে ৩৬৭ রান জমা করে প্রোটিয়ারা। পরে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে জয়ের সেঞ্চুরির পরও অলআউট হয় ২৯৮ রানে। এতে ৬৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৬ রানে খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। দলটি বাংলাদেশ থেকে এগিয়ে ৭৫ রানে।

ফলে এই টেস্টে বাংলাদেশের দলের জয়ের সম্ভাবনা কতটুকু? এ বিষয়ে সিডন্স বলেন,‘চতুর্থ দিনে প্রথম সেশনে ৩-৪ উইকেট তুলে নিতে পারলে আমরা ম্যাচে ফিরে আসব। বেশি আক্রমণাত্মক হতে গেলে তারা দ্রুত রান করবে, এতে ম্যাচ আমাদের আরও দূরে চলে যেতে পারে। আমরা একটু ব্যাকফুটে আছি, তাই বেশি রান দেওয়ার সুযোগ নেই। আমার মনে হচ্ছিল, এটা ২৮০-৩০০ রানের উইকেট। যে ৬০ রান বেশি দিয়েছি, সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। যার মানে হল প্রথম সেশনে কিছু উইকেট লাগবে।’

এছাড়া সিডন্স বলেন, ‘ওরা যদি প্রথম সেশনে ৮০-৯০ রান করে ফেলে তাহলে আমরা বেশ পেছনে পড়ে যাব। তখন ম্যাচ বাঁচানোর জন্য আবহাওয়ার দিকে তাকাব। আলোকস্বল্পতার কারণে কিছু ওভার কম হয়েছে ইতোমধ্যে। আজও সাড়ে তিনটার দিকে খেলা বন্ধ হয়ে গেছে।’

অবশ্য আবহাওয়া ঝগড়া দিচ্ছে মাঝেমধ্যেই। প্রথম দিনের পর তৃতীয় দিনেও খেলা শেষ হয় আলোকস্বল্পতায়, সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে শেষপর্যন্ত আবহাওয়া পক্ষে না এলে ২৫০ রান তাড়া করাও কষ্টসাধ্য বলছেন সিডন্স। এই অস্ট্রেলিয়ান কোচের ব্যাখ্যা, ‘২৫০ রান তাড়া করাও অনেক কঠিন হবে। ইতোমধ্যে টার্ন করা শুরু করেছে। শান্ত আমাদের সেরা স্পিনারদের কেউ নয়, সেও আজ স্পিন করছিল। গতকাল ও আজ স্পিনাররা ভালো করেছে। আমরা তাড়া করতে নামলে মহারাজকে মোকাবেলা করা খুব কঠিন হবে। ফাস্ট বোলারদের বল আজ থেকে নিচু হয়ে আসছিল। আমরা ৬৯ রান পিছিয়ে না থাকলে এখন জয়ের কথা ভাবতে পারতাম।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ