নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
কাতার বিশ্বকাপের ড্রয়ের পর সূচিও প্রকাশ করা হয়েছে। ৩২ দলের মধ্যে ২৯ দল নিশ্চিত করেছে তাদের জায়গা। বাকি তিন দলের নাম জানতে অপেক্ষা চলতি বছরের জুন পর্যন্ত। তবে তাদেরকে সম্ভাব্য ধরে নিয়েই আয়োজন করা হয়েছে বিশ্বকাপের ড্র আর তৈরি করা হয়েছে সূচি।
চলতি বছরের ২১ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। আর ১৮ নভেম্বর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে মধ্যপ্রাচ্যে অনুষ্টিতব্য প্রথম বিশ্বকাপের।
বিশ্বকাপের আসরের সূচি-
২১ নভেম্বর:
কাতার-ইকুয়েডর (বিকাল ৪টা)
ইংল্যান্ড-ইরান (সন্ধ্যা ৭টা)
সেনেগাল-নেদারল্যান্ডস (রাত ১০টা)
যুক্তরাষ্ট্র-ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন (রাত ১টা)
২২ নভেম্বর:
ডেনমার্ক-তিউনিসিয়া (বিকাল ৪টা)
ফ্রান্স-পেরু/অস্ট্রেলিয়া/ আমিরাত (সন্ধ্যা ৭টা)
মেক্সিকো-পোল্যান্ড (রাত ১০টা)
আর্জেন্টিনা-সৌদি আরব (রাত ১টা)
২৩ নভেম্বর:
স্পেন-কোস্টারিকা/নিউজিল্যান্ড (বিকাল ৪টা)
বেলজিয়াম-কানাডা (সন্ধ্যা ৭টা)
জার্মানি-জাপান (রাত ১০টা)
মেক্সিকো-ক্রোয়েশিয়া (রাত ১টা)
২৪ নভেম্বর:
উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া (বিকাল ৪টা)
পর্তুগাল-ঘানা (সন্ধ্যা ৭টা)
সুইজারল্যান্ড-ক্যামেরুন (রাত ১০টা)
ব্রাজিল-সার্বিয়া (রাত ১টা)
২৫ নভেম্বর:
ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র (বিকেল ৪টা)
কাতার-সেনেগাল (সন্ধ্যা ৭টা)
ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন-ইরান (রাত ১০টা)
নেদারল্যান্ডস-ইকুয়েডর (রাত ১টা)
২৬ নভেম্বর:
পোল্যান্ড-সৌদি আরব (বিকেল ৪টা)
আর্জেন্টিনা-মেক্সিকো (সন্ধ্যা ৭টা)
তিউনিসিয়া-পেরু/অস্ট্রেলিয়া/ আমিরাত (রাত ১০টা)
ফ্রান্স-ডেনমার্ক (রাত ১টা)
২৭ নভেম্বর:
বেলজিয়াম-মরক্কো (বিকেল ৪টা)
স্পেন-জার্মানি (সন্ধ্যা ৭টা)
ক্রোয়েশিয়া-কানাডা (রাত ১০টা)
জাপান-কোস্টারিকা/নিউজিল্যান্ড (রাত ১টা)
২৮ নভেম্বর:
ব্রাজিল-সুইহজারল্যান্ড (বিকেল ৪টা)
দক্ষিণ আফ্রিকা-ঘানা (সন্ধ্যা ৭টা)
ক্যামেরুন-সার্বিয়া (রাত ১০টা)
পর্তুগাল-উরুগুয়ে (রাত ১টা)
২৯ নভেম্বর:
নেদারল্যান্ডস-কাতার (বিকেল ৪টা)
ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন-ইংল্যান্ড (সন্ধ্যা ৭টা)
ইকুয়েডর-সেনেগাল (রাত ১০টা)
ইরান-যুক্তরাষ্ট্র (রাত ১টা)
৩০ নভেম্বর:
তিউনিসিয়া-ফ্রান্স (বিকেল ৪টা)
সৌদি আরব-মেক্সিকো (সন্ধ্যা ৭টা)
পেরু/অস্ট্রেলিয়া/ আমিরাত-ডেনমার্ক (রাত ১০টা)
পোল্যান্ড-মরক্কো (রাত ১টা)
১ ডিসেম্বর:
জাপান-স্পেন (বিকেল ৪টা)
ক্রোয়েশিয়া-বেলজিয়াম (সন্ধ্যা ৭টা)
কোস্টারিকা/নিউজিল্যান্ড-জার্মানি (রাত ১০টা)
কানাডা-মরক্কো (রাত ১টা)
২ ডিসেম্বর:
দক্ষিণ আফ্রিকা-পর্তুগাল (বিকেল ৪টা)
সার্বিয়া-সুইজারল্যান্ড (সন্ধ্যা ৭টা)
ঘানা-উরুগুয়ে (রাত ১০টা)
ক্যামেরুন-ব্রাজিল (রাত ১টা)
নক আউট পর্ব:
শেষ ষোলো
৩ ডিসেম্বর:
এ১-বি২ (রাত ৯টা)
সি১-ডি২ (রাত ১টা)
৪ ডিসেম্বর:
ডি১-সি২ (রাত ৯টা)
বি১-এ২ (রাত ১টা)
৫ ডিসেম্বর:
ই১-এফ২ (রাত ৯টা)
জি১-এইচ২ (রাত ১টা)
৬ ডিসেম্বর:
এফ১-ই২ (রাত ৯টা)
এইচ১-জি২ (রাত ১টা)
কোয়ার্টার ফাইনাল:
৯ ডিসেম্বর
ই১-এফ২ বনাম জি১-এইচ২ (রাত ৯টা)
এ১-বি২ বনাম সি১-ডি২ (রাত ১টা)
১০ ডিসেম্বর:
এফ১-ই২ বনাম এইচ১-জি২ (রাত ৯টা)
বি১-এ২ বনাম ডি১-সি২ (রাত ১টা)
সেমিফাইনাল
১৩ ডিসেম্বর:
৯ ডিসেম্বরের দুই বিজয়ী (রাত ১টা)
১৪ ডিসেম্বর:
১০ ডিসেম্বরের দুই বিজয়ী ( রাত ১টা)
তৃতীয় স্থান: ১৭ ডিসেম্বর
দুই সেমিফাইনালের পরাজিত দল (রাত ৯টা)
ফাইনাল: ১৮ ডিসেম্বর
দুই সেমিফাইনাল বিজয়ী (রাত ৯টা)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।