মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘চিকিৎসকদের এভাবে হেনস্থা বন্ধ হোক’। সুইসাইড নোটে চিকিৎসক অর্চনা শর্মার লেখা কথাগুলোই ভারতজুড়ে তোলপাড় তুলেছে। এর আঁচ লেগেছে লোকসভাতেও। চাপের মুখে দৌসার পুলিশের এসপিকে সরিয়ে দিয়েছে রাজস্থান সরকার। অপরদিকে আত্মহত্যাকারী চিকিৎসকের স্বামীর অভিযোগের ভিত্তিতে রাজস্থানের বিজেপি নেতা জিতেন্দর গোঠওয়াল এবং আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
তাদের বিরুদ্ধে তোলাবাজি এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। গোঠওয়ালের অবশ্য দাবি, তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। এক কংগ্রেস এমপির ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় তিনি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে ট্রেনের টিকিট পাঠিয়ে রাজস্থানে আসতে বলেছিলেন। গোঠওয়ালের দাবি, সেই রাগেই রাজস্থানের কংগ্রেস সরকার তার উপর প্রতিশোধ নিচ্ছে।
গত ২৮ মার্চ দৌসার লালসতের আনন্দ হাসপাতালে সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান ২২ বছরের আশা বইরা। কয়েকজন স্থানীয় বিজেপি নেতা মৃত ওই মহিলার লাশ হাসপাতালের সামনে রেখে বিক্ষোভ করেন। অভিযোগ, মহিলাকে খুন করেছেন চিকিৎসক অর্চনা শর্মা এবং তার স্বামী চিকিৎসক সুনীত উপাধ্যায়।
পুলিশ এসে হত্যা মামলা দায়ের করার পর শান্ত হন আশার বাড়ির লোক। কিন্তু ‘খুন’ অপবাদ সহ্য করতে না পেরে ২৯ মার্চ আত্মহত্যা করেন চিকিৎসক অর্চনা।
সুইসাইড নোটে তিনি লেখেন, ‘আমি স্বামী, সন্তানকে খুব ভালোবাসি। দয়া করে আমার মৃত্যুর পর ওদের বিব্রত করবেন না। আমি কোনও ভুল করিনি, কাউকে খুন করিনি। প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ খুব পরিচিত একটা সমস্যা। তার জন্য এভাবে চিকিৎসকদের হেনস্থা করা বন্ধ করুন। আশা করি আমার মৃত্যুই প্রমাণ করবে আমি নির্দোষ ছিলাম।’ সূত্র : হিন্দুস্থান টাইমস, আউটলুক ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।