Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই মাথার ভিডিও ভাইরাল!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

দুই মাথাওয়ালা কচ্ছপের ছবি সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল। প্রায় সবাই বেশ অবাক এমন একটি কচ্ছপ দেখে। ভিডিওতে দেখা গেছে, একজনের হাতে রয়েছে একটি কচ্ছপ। সেই কচ্ছপটি খুবই ছোট আকারের। আর তার দুটি মাথাই নড়াচড়া করছে দেহের সঙ্গে। নেটিজেনরা চমকে উঠেছে এমন দুই মাথার কচ্ছপ দেখে।
সোশ্যাল মিডিয়ায় দুই মাথাওয়ালা কচ্ছপের ভিডিও @ৎযসংঁধিরফর নামের ইন্সটাগ্রামের একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে। এর আগেও ভার্জিনিয়ার যাদুঘরে জন্মগ্রহণ করেছিল দুই মাথার কচ্ছপ। এখন আবার ভাইরাল হল দুই মাথাওয়ালা কচ্ছপের ভিডিও।

বিজ্ঞানীদের কথায়, এটি এক ধরনের জেনেটিক ডিসওর্ডার। যাকে বলে পলিসেফালি। ভার্জিনিয়া লিভিং মিউজিয়মের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের ডিসঅর্ডার স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে খুব একটা দেখা যায় না। তবে কচ্ছপ ও অন্যান্য সরীসৃপের মধ্যে এটি বিরল হলেও দেখা যায়।
বিজ্ঞানীরা আরও বলেছেন, কখনও কচ্ছপের দুই মাথা পাশাপাশি দেখা যায়। কখনও আবার একটি দেহের সামনে, একটি দেহের পিছনে থাকে। তবে দু’মাথা হওয়ার কারণে বড় হওয়ার সঙ্গে সঙ্গে বহু অসুবিধার সম্মুখীন হতে হবে কচ্ছপটিকে। ছোট কচ্ছপটির মাথার দিকে দুটি মাথা বেরিয়ে রয়েছে। এমন ধরনের কচ্ছপ সচরাচর দেখতে পাওয়া যায় না। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, লাইভ হিন্দুস্থান ডটকম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ