Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্নলিকে হারিয়ে ফের শীর্ষে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ১১:১৪ পিএম

প্রিমিয়ার লিগে বার্নলিকে সহজেই হারিয়ে আবারও লিগ টেবিলের শীর্ষে ফিরল পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি। শনিবার প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। ম্যাচের শুরুতে কেভিন ডে ব্রুইনে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ইলকাই গিনদোয়ান। বিশ্বকাপ বাছাইয়ের বিরতির আগে সবশেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা।

ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় সিটি। রদ্রির ক্রস ডি-বক্সে খুঁজে পায় রাহিম স্টার্লিংকে। এই ইংলিশ মিডফিল্ডারের পাসে বল পেয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন বেলজিয়ান তারকা ডে ব্রুইনে। দুই মিনিট পর রদ্রির শট ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি বার্নলির গোলরক্ষক নিক পোপ।

২৫তম মিনিটে দারুণ এক আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। ডে ব্রুইনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডান দিক থেকে ক্রস বাড়ান স্টার্লিং। ডি-বক্সে হাফ ভলিতে বাকিটা সারেন জার্মান মিডফিল্ডার গিনদোয়ান। খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি সুযোগ আসে সিটির সামনে। জোয়াও কানসেলোর প্রচেষ্টা ফেরানোর পর গিনদোয়ানের শটও ঠেকান পোপ। ৬০তম মিনিটে উড়িয়ে মেরে হতাশ করেন ফিল ফোডেন।

৬৪তম মিনিটে ফোডেনের বদলি নামা জেসুস একটু পরই পান সুযোগ। স্টার্লিংয়ের পাসে তার শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। ৮০তম মিনিটে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রচেষ্টা পোষ্টে লাগলে ব্যবধান আর বাড়েনি। এ জয়ের ফলে ৩০ ম্যাচে ২৩ জয় ও ৪ ড্রয়ে সিটির পয়েন্ট হলো ৭৩। দিনের প্রথম ম্যাচে ওয়াটফোর্ডকে হারিয়ে ক্ষণিকের জন্য শীর্ষে উঠে আবার দুইয়ে নেমে গেল লিভারপুল। সিটির সমান ম্যাচে ইয়ুর্গেন ক্লপে দলের ৭২ পয়েন্ট। অন্যদিকে ২৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে বার্নলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ