Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ১০:৫৬ পিএম | আপডেট : ১০:৫৬ পিএম, ২ এপ্রিল, ২০২২

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। অস্ট্রেলিয়ার দেওয়া ২১১ রানের লক্ষ্যে পাকিস্তান পৌঁছে যায় ৭৩ বল হাতে রেখে। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাবর আজমের দল। ২০০২ সালের পর এই প্রথম অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান।

গত ম্যাচের মতো আজও শতক হাঁকিয়েছেন পাক দলপতি বাবর আজম। ১১৫ বলে ১২টি চারের সাহায্যে ১০৫ রানের ইনিংস খেলেন ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ এই ব্যাটার। ৮৫ রানে অপরাজিত থাকেন ইমাম-উল-হক। রান তাড়া করতে নেমে দলীয় ২৪ রানে ফখর জামানকে হারানোর পর অবিচ্ছিন্ন ১৯০ রানের জুটি গড়েন বাবর ও ইমাম।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৬ রানেই অস্ট্রেলিয়া হারিয়েছিল তিন উইকেট। শাহিন শাহ আফ্রিদির করা ম্যাচের প্রথম বলেই বোল্ড হন দুর্দান্ত ফর্মে থাকা ট্রাভিস হেড। দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগেই অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন হারিস রউফ। গত ম্যাচেও ‘ডাক’ মেরেছিলেন ফিঞ্চ। ষষ্ঠ ওভারে মার্নাস লাবুশানেকে (৭) ইফতিখার আহমেদের ক্যাচ বানান ওই হারিসই।

এরপর বেন ম্যাকডারমটের ৩৬, অ্যালেক্স ক্যারির ৫৬, ক্যামেরন গ্রিনের ৩৪ ও শন অ্যাবটের ৪৯ রানের ওপর ভর করে ২১০ পর্যন্ত যেতে সক্ষম হয় অজিরা। পাকিস্তানের হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ৩টি করে উইকেট লাভ করেন। এছাড়া শাহিন শাহ আফ্রিদির শিকার দুই উইকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ