Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনসহ প্রতিবেশী দেশগুলোতে পাঁচ বছরে সাড়ে ৫ হাজার বার বোমা হামলা ইসরাইলের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ৯:২৯ পিএম

ইহুদিবাদী দেশ ইসরাইল ফিলিস্তিনসহ তার প্রতিবেশী আরব দেশগুলোতে গত পাঁচ বছরে সাড়ে ৫ হাজার বার বোমা হামলা করেছে। ইসরাইলি বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমিকাম নরকিনের নেতৃত্বে এসব হামলা চালানো হয়েছে। খবর আরব নিউজের।

২০১৭ সাল থেকে ইসরাইলি যুদ্ধবিমানগুলো ১ হাজার ২০০ অবস্থানে এসব হামলা চালিয়েছে। ৪০৮টি অপারেশনে সাড়ে ৫ হাজার বোমা হামলা চালিয়েছে ইসরাইলের যুদ্ধবিমানগুলো।

এর মধ্যে ফিলিস্তিনের গাজায় সবচেয়ে নৃশংস হামলা চালিয়েছে ২০২১ সালে। এসব হামলায় নারী ও শিশুসহ আড়াইশ ফিলিস্তিনি বেসামরিক নিহত হন।

এছাড়া সিরিয়া এবং লেবাননেও হরহামেশা বিনা উসকানিতে হামলা চালিয়ে আসছে ইসরাইল। সূত্র : আরব নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ