Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হতদরিদ্রের চালের তালিকায় অনিয়ম ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চালের তালিকায় অনিয়ম করায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদী হয়ে ৪ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কুমুরিয়ারচর গ্রামের ইউপি সদস্য মরতুজ আলী (৫৫) খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্রের তালিকায় নিজ পরিবারের ১০ জনকে অন্তর্ভুক্ত করায় ওই ইউপি সদস্য ও তার ছেলে জাহাঙ্গীর (৩৫) আলমগীর (৩০) ও পুত্রবধূ মহুয়া আক্তার (২৫)-কে আসামি করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুহাম্মদ আলাউদ্দিন বাদী হয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল আত্মসাতের অভিযোগে গতকাল শুক্রবার ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দয়ের করেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার পারভেজ ও ইউপি সদস্য মরতুজ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুহাম্মদ আলাউদ্দিন বলেন, একই পরিবারের ১০ জনের নাম তালিকায় আছে জানতে পেরে তদন্ত করে এর সত্যতা পাওয়া যায়। তাই মেম্বার ও তার পরিবারের লোকজনকে আসামী করে মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হতদরিদ্রের চালের তালিকায় অনিয়ম ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ