বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জে ভয়াবহ আকার ধারণ করেছে ডায়রিয়া পরিস্থিতি। সদর হাসপাতালে প্রতিদিন দেড়শ ডায়রিয়ার রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন।এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মশিউর রহমান। এছাড়াও প্রতিটি উপজেলায় একই অবস্থা বিরাজ করছে বলে জানান তিনি।
ডা. মশিউর বলেন, আমাদের সদর জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া হাসপাতাল) প্রতিদিন গড়ে দেড়শ ডায়রিয়ার রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন। একই অবস্থা জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও। রোগীদের এই অবস্থার কারণে হাসপাতালগুলোর বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সদর জেনারেল হাসপাতালের ভেতরে ও বাইরে দুটি করে শয্যা বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমান সময়টা ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাবার সময়। প্রতি বছর এ সময় ডায়রিয়ার প্রকোপ দেখা যায়। নারায়ণগঞ্জে সুপেয় পানির খুব সমস্যা আর রোগটি পানিবাহিত। সবাইকে খাবারের ব্যাপারে সচেতন থাকতে হবে। আমরা এ ব্যাপারে চারিদিকে প্রচারণা চালাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।