বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরগুনায় মা-ছেলের ওপর কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগ উঠেছে। আহত কাশেম বিশ্বাস ও তার মা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১ এপ্রিল) বরগুনা পৌরশহরের সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, শুক্রবার সকালে কাশেমকে বাড়ির সামনে রাস্তায় বসে একই এলাকার চিহ্নিত বেপরোয়া কিশোর গ্যাং সদস্য বশির, নাইম ও পাশ্ববর্তী এলাকার শাওন লাঠিসোঁটা দিয়ে তার উপর অতর্কিত আক্রমন ও মারধর শুরু করে। কাশেমের চিৎকার শুনে মা কহিনুর বেগম ছেলেকে বাচাতে ছুটে এলে তিনিও হামলা শিকার হন।
হাসপাতালে চিকিৎসাধীন কাশেমের মা কহিনুর বেগম বলেন, ছেলের চিৎকার শুনে আমি দৌড়ে কাছে গেলেও আমার সামনেই আমার ছেলেকে পিটিয়ে জখম করেছে। আমাকেও আহত করেছে।
প্রত্যক্ষদর্শী মনোয়ার বলেন, আমি পাশের গ্যারেজে আমার রিক্সা বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম এসময় কাশেমের ডাক চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি কাশেমকে ওরা (অভিযুক্তরা) লাঠি হাতে তাড়া করছে।
অভিযুক্ত নাইমের মা পারভিন বেগম বলেন, ঘটনার সময় আমি ঘরে ছিলাম না। পরে বাড়িতে এসে পাশ্ববর্তী বাড়ীর লোকজনের কাছে মারামারির ঘটনার কথা শুনেছি।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।