Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কাতার বিশ্বকাপ ড্র অনুষ্ঠিত

বিশ্বকাপে সহজ গ্রুপে আর্জেন্টিনা ও ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২২, ১১:২৩ পিএম | আপডেট : ১১:৫৮ পিএম, ১ এপ্রিল, ২০২২

শুক্রবার রাতে কাতারের দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ২০২২ কাতার ফিফা বিশ্বকাপের ড্র। কাতারে হতে যাওয়া এবারের বিশ্বকাপ আগামী ২১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৮ ডিসেম্বর। 

৩২ দলের মধ্যে স্বাগতিক কাতারসহ ২৯ দল নিশ্চিত হয়ে গেছে। ড্রয়ে যে তিনটি স্লট খালি থাকবে, সেগুলো নির্ধারিত হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল দিয়ে।

আগেই ঠিক করা ছিল স্বাগতিক কাতার হবে ‘এ’গ্রুপের এক নম্বর দল। এরপর লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় কোন গ্রুপে কোন দেশ খেলবে।

বিশ্বকাপের ড্র: কোন গ্রুপে কোন দল:


গ্রুপ ‘এ’তে স্বাগতিক কাতার,নেদারল্যান্ডস, ইকুয়েডর ও সেনেগাল।

গ্রুপ ‘বি’ যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড,ইরান, ও উইরো প্লে-অফ।

গ্রুপ সি’ আর্জেন্টিনা, মেক্সিকো,পোল্যান্ড ও সৌদি আরব।

গ্রুপ ‘ডি’ডেনমার্ক, ফ্রান্স,তিউনিসিয়া ও আন্তঃমহাদেশীয়ং প্লে-অফ।

গ্রুপ ‘ই’তে: স্পেন, জার্মানি,জাপান ও আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২।

গ্রুপ ‘এফ’তে: বেলজিয়াম, ক্রোয়েশিয়া,ক্যানাডা ও মরক্কো।

গ্রুপ ‘জি’তে: ব্রাজিল, সুইজারল্যান্ড,সার্বিয়া ও ক্যামেরুন।

গ্রুপ ‘এইচ’রয়েছে: উরুগুয়ে, পর্তুগালে,ঘানা ও দক্ষিণ কোরিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ