Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবার শাহরুখের বিপরীতে ওয়ালুশা

প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অচিরেই দুবাইতে একটি আধুনিক বলিউড থিমের পার্ক উদ্বোধন হতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই বলিউড থাকলে তো শাহরুখ খান থাকবেনই। এই থিম পার্কটিতে অভিনেতাকে উপলক্ষ করে একটি অংশ বরাদ্দ আছে। এরই প্রচারের জন্য শাহরুখ-ওয়ালুশা ডি সুজার সঙ্গে একটি ভিডিওতে অংশ নিয়েছেন।
জানা গেছে, ‘বলিউডে থিম পার্ক’-এর ‘রা.ওয়ান’ রাইডের জন্য নির্মিত এই বিশেষ ভিডিওটি পরিচালনা করেছেন রীমা কাগতি।
ভিডিওটি সম্পর্কে বলতে গিয়ে শাহরুখ অভিনীত ‘ফ্যান’ ফিল্মটির অভিনেত্রী ওয়ালুশা জানিয়েছেন এটি ‘রা.ওয়ান’ রাইডের জন্য নির্মাণ করা হয়েছে তবে তিনি এ সম্পর্কে আর কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি জানান,কাজে নিজেকে উৎসর্গ করা আর কঠোর পরিশ্রমের ব্যাপার এলে শাহরুখ তার নজির হতে পারেন। তার সঙ্গে কাজ করা স্বপ্নপূরণ এবং সন্তোষজনক। তিনি আরও জানান তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবার শাহরুখের বিপরীতে ওয়ালুশা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ