Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে তাঁত শিল্পের দুর্দিন ভারতীয় কাপড়ের দখলে পাইকারি মার্কেট

প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

খলিল সিকদার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে

প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জের অন্যতম উপজেলা রূপগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প করুণ দশায় পতিত হয়েছে। বিদেশি কাপড় ও প্রযুক্তির কাছে হার মানাই যেন শেষ উপায়। দেশীয় তাঁতের কাপড়ের চাহিদা দিন দিন কমেই আসছে। ফলে হাতে বোনা তাঁত ও পাওয়ালুম চালিত দেশীয় তাঁতের হতাশা ক্রমেই বাড়ছে। তাদের দুর্দশা দেখার যেন কেউ নেই। দেশীয় তৈরি তাঁতের বাজার তৈরি না হওয়ায় ইতোমধ্যে শতকরা ৯০ ভাগ তাঁত বন্ধের পথে। কেউ কেউ এ ব্যবসা গুটিয়ে অন্য ব্যবসায় ঝুঁকছেন। ফলে এই এলাকার তাঁত শিল্পের সাথে জড়িত প্রায় ৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে টিকে আছে রূপগঞ্জের দেড় শতাধিক টেক্সটাইল মিলস। তাদের তাঁতে দেশীয় কাপড়ের পরিবর্তে বিদেশি প্রযুক্তির সব রকম ব্যবহার দেখা গেছে। টি-শার্ট, থ্রি-পিস, বিদেশি গেঞ্জির কাপড় চীন, থাইল্যান্ড, জাপান ও ভারতীয় সুতায় তৈরি করছে এসব কাপড়। ফলে দেশীয় তাঁত এখন হারাতে বসেছে তাদের চিরচেনা জমজমাট চিত্র। পেশা বদলাতে বাধ্য হচ্ছেন দেশীয় তাঁতিরা। স্থানীয় তাঁত শিল্প মালিকদের সাথে আলাপ করে জানা যায়, প্রতিবেশী দেশ ভারতীয় কাপড় ও তৈরি কাপড়ের দখলে থাকা দেশি মার্কেটগুলোর সাড়া না পেয়ে এ দুর্দিনে পতিত হচ্ছেন তারা। দেশীয় কাপড় না কিনে বিদেশি কাপড় ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এমনটি ঘটেছে বলে মনে করেন তারা। সূত্রে জানা যায়, রূপগঞ্জের তারাব পৌর এলাকার নোয়াপাড়ার জামদানি পল্লীতে বিখ্যাত জামদানি কারিগররা এক সময় বিশ্বখ্যাত মসলিন কাপড় বুনত। এসব মসলিন কাপড়ের ছিল বেশ কদর। একটি ১০ হাতের মসলিন শাড়ি কাপড় দিয়াশলাইয়ের বক্সে অনায়াসে রাখা যেত। আর এই কাপড় বুনত রূপগঞ্জের তাঁতিরাই। তৎকালীন দেশের সেরা ধনী মরহুম গোলবক্স ভূঁইয়া রূপগঞ্জের তাঁতিদের সুবিধায় কালীগঞ্জে মসলিম কটন মিল প্রতিষ্ঠাও করেছিলেন। রহস্যজনক কারণে তা বন্ধ হয়ে যায়। আর তাই কালের বিবর্তে ওইসব তাঁতি এখন জামদানি ও দেশীয় মোটা কাপড় বুনতে অভ্যস্ত হয়ে পড়েছেন। এসব তাঁতি তাঁত বুনন শিল্প রপ্ত করেছেন তাদের পূর্ব পুরুষদের কাছে। সরকারিভাবে গ্রামীণ জনপদে প্রশিক্ষণের কোনো সুব্যবস্থা না থাকায় কেবল দেশীয় তাঁত বিদেশি প্রযুক্তির কাছে হার মানতে বাধ্য হচ্ছে। ফলে দেশীয় তাঁত পড়েছে হুমকির মুখে। কোনো কোনো তাঁতশিল্প এখন আধুনিক জামদানিনির্ভর কাজ করে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে। তবে এখানেও তারা ভালো নেই। ভারতীয় পণ্যের বাজার দখলের দৃশ্য ক্রমেই তাদের ভাগ্যে নির্মমতা ডেকে আনছে। দেশীয় তাঁতে ব্যবহৃত সুতা, রংসহ বিভিন্ন সরঞ্জামাদির দফায় দফায় দাম বৃদ্ধি, আমদানিতে বাড়তি টেক্স ইত্যাদি কারণে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন মালিক পক্ষ। দেশের বৃহত্তম পাইকারি মার্কেট রূপগঞ্জ থানার গাউছিয়া, নরসিংদীর সেখের চর, তারাব পৌরসভার নোয়াপাড়া জামদানি পল্লী, কাঞ্চন বাজার, মুড়াপাড়া বাজার, ইয়াপুরার হাটে সপ্তাহের বিভিন্ন দিন জমজমাট হাট বসে। প্রতি মঙ্গলবার গাউছিয়ার পাইকারি বাজারে দেশীয় কাপড় বিক্রি হয় নিলামে। আর ভারতীয় কাপড় সাজানো থাকে অভিজাতসহ সাধারণ কাপড়ের দোকানে। অন্য সব হাটেও দেশীয় তাঁতের কদর কম লক্ষ্য করা গেছে। দেশীয় বাজার না পাওয়ায় এসব হাটে স্থানীয় তাঁত শিল্পে উপস্থিতি কমে গেছে। এসব বাজারের প্রতিটি দোকানে দেখা মেলে বিদেশি কাপড়ের তৈরি পোশাক। নানা সমস্যার কারণে ক্রমাগত লোকসানের মুখে দেশীয় তাঁত এখন হুমকির মুখে। তাঁতিদের বোনা উৎপাদিত পণ্য অবিক্রীত থাকায় তাঁত শিল্পের মালিকরা তাদের শ্রমিকদের পাওনা মজুরি পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন। কোনো কোনো মালিক ঋণের বোঝা বাড়তে থাকায় বিক্রি করে দিয়েছে তাদের প্রতিষ্ঠান। কোনো কোনো স্থানে সময়মতো বেতন-ভাতা পরিশোধ না করায় মালিক-শ্রমিকদের সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে। এসব নানা কারণে বন্ধ হয়ে যাচ্ছে তাঁত শিল্প। গাউছিয়া মার্কেটের পাইকারি কাপড় বিক্রেতা তামিশ ফ্যাশনের মালিক সাইফুল ইসলাম বলেন, ক্রেতারা দোকানের এসেই ভারতীয় কাপড় চায়। কেউ কেউ চায়না কাপড়ের ভক্ত। দেশীয় তাঁতের তৈরি পোশাক আর কেউ খোঁজে না। ফলে পাইকারিভাবেও দোকানপাটে দেশীয় কাপড় রাখা হয় না। যতসামান্য লোকেই এ কাপড় কিনে বলে জানান তিনি। একই মার্কেটে কাপড় কিনতে আসা তাহছিনা নিশাত জানান, দেশীয় তাঁতের কাপড় কিনলে দেশ লাভবান হয় এটা নিশ্চিত। তবে দেশীয় তাঁতের কাচা রং ও মোটা কাপড় হওয়ায় ব্যবহার করতে আরামদায়ক মনে করে না ছেলেমেয়েরা। তা ছাড়া বাজারেও দেশীয় কাপড় তেমন পাওয়া যায় না। তাই বাধ্য হয়েই কিনতে হয় বিদেশি পণ্য। কাঞ্চন পৌরসভা এলাকার রূপা টেক্সটাইল মিলের মালিক এ কে সিকদার বলেন, দেশীয় তাঁত রক্ষায় সরকার আমাদের তেমন সহযোগিতা করছে না। ফলে আমার মিলে উৎপাদিত শীতের চাদর, মশারি, দেশীয় লুঙ্গির কাপড় যথাসময়ে উৎপাদন করলেও বাজারে ঠিকমতো বিক্রি হচ্ছে না। মোকামে নিলেও মহাজনরা তা বিক্রি না করায় কারখানায় কাজ করা শ্রমিকদের বেতনভাতাও ঠিকমতো পরিশোধ করতে পারি না। এদিকে বেতনভাতা না পেয়ে অনেক কারিগর এ পেশা ছেড়ে দিতে দিচ্ছে। ফলে দেশীয় তাঁত দিয়ে টিকে থাকা এখন চ্যালেঞ্জ। কেরাব এলাকার তাঁত কারিগর শহিদুল্লা মিয়া বলেন, একজন রিকশাচালক দিনে ৭০০ থেকে ১ হাজার টাকা রোজগার করেন। আর তাঁতের কারিগরের ভাগ্যে দিনে ২০০ থেকে ৫০০ টাকার বেশি আয় করা সম্ভব নয়। অন্যদিকে আমাদের উৎপাদিত পণ্য বাজারে গেলেও অবিক্রীত থাকার অজুহাতে মালিক যথাসময়ে আমাদের শ্রমের মূল্য দেন না। এ পেশায় থেকে জীবন চালানো যাবে না বলে দাবি তার। সূত্রে জানা যায়, তাঁত শিল্প উন্নয়নের জন্য বিগত সরকার ১৯৮৩ সাল থেকে ব্যাংক ঋণ সুবিধা দিয়ে আসছে। তবে এখন তাঁত শিল্পের দুরবস্থায়ও কোনো ব্যাংক এ খাতে ঋণ দিতেও গড়িমসি করছে। ব্যাংক কর্মকর্তারা জানান, এ খাতে ঋণ দিলে বেশির ভাগ মালিক লোকসানের অজুহাতে সময়মতো ঋণ পরিশোধ করতে পারেন না। তাই ব্যাংক কোনো ঝুঁকি নিতে চায় না। স্থানীয় তাঁত ব্যবসায়ীদের অভিযোগ, সরকার বস্ত্রনীতিতে প্রকাশ্য বৈশম্য না রাখলেও দেশীয় বাজার রক্ষায় কোনো পদক্ষেপ নেয়নি। ফলে ঐতিহ্যবাহী জীবিকা ছেড়ে এখন অনেক তাঁতির জীবন চলে মাটি কেটে কিংবা দিনমজুরের কাজ করে। সরকারি নজরদারি বৃদ্ধি করার দাবি করেন তারা। তাঁত ব্যবসায়ীদের দাবি, সরকার তার পৃষ্ঠপোষকতার হাত একটু বাড়িয়ে দিলেই দেশীয় শিল্প বাঁচানো সম্ভব। অন্যথায় চিরচেনা দেশীয় তাঁত হারাবে বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রূপগঞ্জে তাঁত শিল্পের দুর্দিন ভারতীয় কাপড়ের দখলে পাইকারি মার্কেট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ