রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা
আজ ১২ নভে¤¦র শনিবার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচন। আ.লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ইউপি চেয়ারম্যন প্রার্থী জাকির হোসেন ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও এলাকায় উক্ত প্রার্থী কোন পোস্টার বা প্রচারণা না দেখায় এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করে। যে প্রার্থী নির্বাচনী প্রতীক আছে অথচ তার কোন পোস্টার বা প্রচারণা নেই সেই প্রাথী কেন নির্বাচনে দাঁড়িয়েছে। এলাকার লোকজন মন্তব্য করে এ দলের কি উপজেলার কোন অভিভাবক নেই। আর যদি না থাকে তাহলে দল থেকে কেন তাকে মনোনয়ন দিল। যদি দিয়েও থাকে তাহলে দলের মনোনীত প্রার্থীর প্রচার-প্রচারণায় নেই কেন। প্রার্থী ঘরছাড়া-মাঠছাড়া। দলের প্রতি আবার অনেকেই অন্য মন্তব্যও করে বসে। এদিকে বিএনপির উপজেলার কয়েকজন নেতার সাথে ফোনে কথা বলে জানতে চাইলে তাদের কোন সুষ্ঠু জবার পাওয়া যায়নি। উপজেলার যুবদলের সভাপতি ও বিএনপির মনোনীত চেয়ারম্যন প্রার্থী জাকির হোসেন নিকট কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেনি। নির্বাচনের পূর্ব থেকে প্রতীক নিয়ে এলাকাছাড়া এ প্রার্থীর কোন মন্তব্য পাওয়া যায়নি। উক্ত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক ইউপি চেয়ারম্যন প্রার্থী আনোয়ার হোসেন বেবী, সতন্ত্র প্রার্থী ইব্রাহিম হাবিব মিলু (আনারস) ইসলামী আন্দোলন বাংলাদেশ হারুনুর রশিদ (হাতপাখা) নিয়ে নির্বাচন করছে। এদিকে নৌকা প্রতীক প্রার্থী প্রচার-প্রচারণায় এগিয়ে আছে। পাঁচটার পর গণনা শেষে দেখা যাবে শেষ হাসি কে হাসবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।