Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক মেয়র মোহাম্মদ হানিফের জন্মবার্ষিকীতে নানা আয়োজন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২২, ৫:৪৭ পিএম

অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের আজ ৭৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আজ (১ এপ্রিল) তার কর্মময় জীবনকে স্মরণ করে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আজিমপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন ও নাজিরা বাজার বাসভবনে দোয়া মাহফিলসহ দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত পরিবার ও শিশুদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি পালন করেছে।

মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের সাংগঠনিক সচিব ও জনসংযোগ কর্মকর্তা মোহা. হাবিবুল ইসলাম সুমন বলেন, নন্দিত এই নেতার একমাত্র পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণের নির্বাচিত সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন মরহুম বাবার জন্মবার্ষিকীতে তার রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। ১৯৪৪ সালের এই দিনে পুরান ঢাকার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ হানিফ। ১৯৯৪ সালে লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি ঢাকার প্রথম মেয়র নির্বাচিত হন। ২০০৬ সালের ২৮ নভেম্বর মৃত্যু হয় তার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ