Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা

ঘূর্ণিঝড় নাদার প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় বেতাগী উপজেলাবাসীর পাশে এগিয়ে এসেছে দাতা সংস্থা কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি। কেজেআরসির অর্থায়নে ও কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির ব্যবস্থাপনায় গত বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা পরিষদ চত্বর ও বেতাগী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৬০০ দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে পরিবার প্রতি ১৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল, ৫ প্যাকেট খাবার স্যালইন এবং শাড়ি ও লুঙ্গি, ৩০০ বাচ্চার পোশাক বিতরণ করে। উপজেলা নির্বাহী অফিসার এমএম মাহমুদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান কবির, বিশেষ অতিথি ছিলেন, পৌর সভার মেয়র এবিএম গোলাম কবির, সাবেক মেয়র আবুল কাশেম, দাতা সংস্থার সিনিয়র প্রজেক্ট অফিসার মো: গোলাম আজম, প্রোগ্রাম ম্যানেজার দ্বীন-উল ইসলাম বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভেকেট মোস্তফা কাদের, গফুর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাহাবুর রহমান ও বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মন্টু। উত্তর বেতাগী গ্রামের হতদরিদ্র রেজভী বেগম ও মো সুজন জানান, তারা ত্রাণ পেয়ে অত্যন্ত খুশী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ